মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতির ময়দানে এসেছেন কৃষ্ণগঞ্জের নিহত বিধায়ক সত্যজিত বিশ্বাসের স্ত্রী রূপালি। গতকাল থেকে স্বামীর ছবি এবং মমতার আদর্শ সঙ্গে নিয়ে প্রচার শুরু করেছেন এবারের লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্রের প্রার্থী রুপালি। প্রচার শুরুর মুখেই তিনি পৌঁছে গেলেন মতুয়াদের কাছে।
বৃহস্পতিবার নদিয়ার রানাঘাটে মতুয়া মহাসম্মেলনের মঞ্চে উঠে এই লোকসভা ভোটের তরুণতম তৃণমূল প্রার্থী রূপালি জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যা দায়িত্ব দিয়েছেন, তা তিনি পালন করবেন। তাঁর স্বামীর অসম্পূর্ণ কাজ শেষ করবেন তিনি।
রানাঘাট ২ ব্লকে মাটিকুমড়ার মাঠে মঞ্চে সাজানো সত্যজিতের ছবি। সকাল থেকেই নানা জায়গা থেকে ডঙ্কা বাজিয়ে দলে-দলে এসেছিলেন মতুয়ারা। তাঁদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সভা শুরুর সময় হতে অন্য সকলের সঙ্গেই মঞ্চে উঠলেন রূপালি। কোলে তাঁর দেড় বছরের ছেলে সৌম্যজিৎ। মঞ্চে রূপালির এক দিকে ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী রত্না ঘোষ, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, রানাঘাট উত্তর-পূর্বের বিধায়ক সমীর পোদ্দারেরা। অন্য দিকে সত্যজিতের মৃত্যুতে ফাঁকা হওয়া কৃষ্ণগঞ্জ কেন্দ্রে উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়ানো মতুয়া মহাসঙ্ঘের নদিয়া জেলা সভাপতি প্রমথরঞ্জন বসু ও অন্য পদাধিকারীরা।
মন্ত্রী রত্না ঘোষ বলেন, “সত্যজিৎ আজ আমাদের মধ্যে নেই। মতুয়াদের মাঝে কিন্তু সে আজও আছে। তার অপূর্ণ কাজ শেষ করতেই তার স্ত্রীকে প্রার্থী করেছে দল। ছোট্ট ছেলেকে নিয়ে সে আপনাদের কাছে এসেছে।” এ কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি রূপালী। বারবার রুমাল দিয়ে চোখ মুছতে দেখা যায় তাঁকে। জেলা সভাধিপতি রিক্তা কুণ্ডু বলেন, “সত্যজিৎ কাজের ছেলে ছিল। সে মানুষের কথা বলত। প্রতিহিংসার কারণে তাকে খুন করা হয়েছে। আপনারা তার স্ত্রীকে কাজ করার সুযোগ দিন।” ছোট্ট সৌম্যজিৎ তখন বিধায়ক সমীর পোদ্দারের কোলে।
শেষে খুব অল্প সময়ের জন্য মাইক ধরে রূপালী বলেন, “ঠাকুর হরিচাঁদ-গুরুচাঁদকে প্রণাম জানাই। বড়মাকে শ্রদ্ধা জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করার জন্য আপনারা আমার পাশে থাকবেন”। তাঁর কথা শেষ হওয়া মাত্র মতুয়া রীতিতে হুলুধ্বনি করে ওঠেন সামনে বসে থাকা মহিলারা। সভা শেষ হয়। মঞ্চ থেকে নেমে ছেলে কোলে ফেরার গাড়িতে উঠে যান রূপালি। প্রথম দিনেই মতুয়া মহিলারা বুঝিয়ে দিলেন তাঁরা রূপালির সঙ্গেই আছেন।