নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকবাজের হামলার পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ড সফর বাতিল করল বাংলাদেশ। হামলার সময় মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন ক্রিকেটাররা। শনিবার থেকে ক্রাইস্টচার্চেই নিউজিল্যান্ড-বাংলাদেশের সঙ্গে সিরিজের তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতে সফর বাতিল করে বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার মসজিদে ঢোকার মুখে গুলি-গোলার শব্দ পেয়ে তাঁরা পাশেই হ্যাগলি ওভাল স্টেডিয়ামে ঢুকে পড়েন। তারপর সেখান থেকে ক্রিকেটারদের নিয়ে আসা হয় টিম হোটেলে। ক্রিকেটাররা সবাই সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থা এক টুইটের মাধ্যমে টেস্ট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই টুইটে বলা হয়েছে, “ক্রাইস্টচার্চে এই ভয়াবহ পরিস্থিতির শিকার যাঁরা হয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবার ও বন্ধুদের কাছে সমবেদনা জানাচ্ছি। নিউজিল্যান্ড ক্রিকেট ও বাংলাদেশ বোর্ড যৌথ ভাবে হ্যাগলি ওভাল টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আবার জানানো হচ্ছে যে দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা সবাই সুরক্ষিত আছেন।” বাংলাদেশ ক্রিকেট বোর্ডও টুইটের মাধ্যমে তাদের বিবৃতি জানিয়েছে। সেই টুইটে বলা হয়েছে, “নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সমস্ত সদস্য নিরাপদে হোটেল ফিরে গিয়েছেন। ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড”।
বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল টুইট করে নিজেদের নিরাপদে থাকার খবর জানান। তামিম টুইট করেন, “বন্দুকবাজের হাত থেকে গোটা দল রক্ষা পেয়েছে। ভয়াবহ অভিজ্ঞতা। আমাদের জন্য প্রার্থনা করুন।” সেনার পোশাকে মসজিদে প্রবেশ করা বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০ জন। মৃতের সংখ্যা বাড়ছে। আহত অনেকে। ক্রিকেটাররা যদি গুলি ছোড়ার আগে মসজিদে ঢুকে পড়তেন, তবে কী হত ভেবে শিউরে উঠছে ক্রিকেট মহল।