লোকসভা ভোটের জন্য আজ শুক্রবার থেকেই বাংলার বিভিন্ন জেলায় ঢুকছে কেন্দ্রীয় বাহিনী। রুটমার্চও শুরু করে দিয়েছে তারা। তবে এই নিয়ে রাজ্য সরকার বা প্রশাসনের কোনও অসুবিধা নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে বাহিনী মোতায়েন, রুটমার্চ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী আমাদের জানিয়ে এসেছে। আমাদের বলেই কাজ করছে। এতে আমাদের কোনও অসুবিধা নেই। আসুক না।’
এদিন থেকেই পূর্ব মেদিনীপুরের দিঘায় শুরু হয়ে গিয়েছে বাহিনীর রুটমার্চ। দিঘা পুলিশকে সঙ্গে নিয়ে সীমানা এলাকায় নাকা চেকিংও শুরু করেছে বাহিনী। রামনগর, এগরাতেও শুরু হয়েছে বাহিনীর রুটমার্চ। অন্যদিকে উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষীপুরেও বাহিনী রুটমার্চ শুরু করেছে। পূর্ব বর্ধমানের আসানসোলেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত বাজার এলাকায় জিটি রোডে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী।
