আজকের বিজেপি ‘ওয়ান ম্যান আর্মি, টু ম্যান শো’। এমনটাই মনে করেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তোপ দাগেন বিহারীবাবু। তাঁর কথায়, এবার অন্তত একটা সাংবাদিক বৈঠক করুন মোদী। যা সাজানো বা রিহার্সাল করা হবে না। পাশাপাশি নতুন ও যোগ্যতর নেতৃত্বের হাতে দায়িত্ব দেওয়ার এটাই সেরা সময় বলে মোদীকে মনে করিয়ে দিয়েছেন তিনি।
পাঁচ বছর প্রধানমন্ত্রী থাকা স্বত্বেও মোদী একবারের জন্যও সাংবাদিক বৈঠক করেননি। তা নিয়েই মোদীকে তীব্র কটাক্ষ করেন শত্রুঘ্ন। তিনি বলেন, ‘ভোট ঘোষণা হয়ে গিয়েছে। মহাশয়, এবার তো অন্তত একটা সাংবাদিক বৈঠক করুন। একটা মুক্ত ও পরিচ্ছন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নিন। যা সাজানো বা রিহার্সাল করা হবে না। গোটা মেয়াদে একটিও প্রশ্নোত্তর পর্বে অংশ না নেওয়া গণতান্ত্রিক বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে কুখ্যাত হবেন আপনি’।
ভোট ঘোষণার আগে এই একমাসে নিজের কেন্দ্র বারাণসী সহ দেশের বিভিন্ন প্রান্তে সব মিলিয়ে ১৫০টি প্রকল্পের ঘোষণা করা নিয়েও মোদিকে এদিন তুলোধোনা করেছেন শত্রুঘ্ন। তাঁর বক্তব্য, এমনিতে এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ নয়। তবে গোটা বিষয়টি যে আরও একটি ‘জুমলা’, তা বুঝতে অসুবিধা হচ্ছে না।
নয়ের দশক থেকে বিজেপিতে থাকা শত্রুঘ্ন অটলবিহারী বাজপেয়ি সরকারে মন্ত্রী ছিলেন। আর পাটনা সাহিব কেন্দ্র থেকে তিনি টানা দু’বারের বিজেপি এমপি। কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন শত্রুঘ্ন। মোদী-শাহ দুজনকেই একযোগে কটাক্ষ করে শত্রুঘ্ন বলেন, ‘আজকের বিজেপি ‘ওয়ান ম্যান আর্মি, টু-ম্যান শো’।
