তিনি অভিনেতা। তিনি তৃণমূল সাংসদ। এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যের রাজনীতির ধারক ও বাহক। তিনি দীপক অধিকারী ওরফে দেব।
লোকসভা ভোটের আগে দেশের রাজনীতি যখন পুরোদস্তুর দ্বৈরথে ব্যস্ত, সেই সময় এক ঝলক টাটকা বাতাসের মতো ভেসে এল অভিনেতা ও ঘাটালের তৃণমূল সাংসদ দেবের টুইট। এবারেও ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেব। শুরু করেছেন প্রচার। এই পরিস্থিতিতে আজ শুক্রবার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। সেখানে বামেদের হয়ে ঘাটাল কেন্দ্র থেকে লড়ছেন সিপিআই-এর তপন গঙ্গোপাধ্যায়। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তপনবাবুকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন দেব। দিলেন একসঙ্গে কাজ করার বার্তা।
তৃণমূল সাংসদ, তথা ঘাটালে উনিশের ভোটে শাসক দলের প্রার্থী অভিনেতা দেব ওই টুইটে প্রতিপক্ষকে লিখেছেন, ‘ঘাটালে সিপিআই প্রার্থী শ্রী তপন গাঙ্গুলিকে অভিনন্দন। আমরা যেই জিতি বা হারি সবাই একসঙ্গে ঘাটালের মানুষজনের সুখ দুঃখের সঙ্গে থাকব। ঘাটালের উন্নয়নে একসঙ্গে কাজ করব। আমাদের মতবিরোধ যেন উন্নয়নের অন্তরায় না হয়।’ দেবের এই ছোট্ট বার্তায় আন্দোলিত সোশ্যাল মিডিয়া। অভিনন্দনের ঢেউ উঠেছে সেখানে। প্রতিপক্ষকে এভাবে শুভেচ্ছা জানানোয় দেবকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনে শুভেচ্ছা পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রাক্তন বনমন্ত্রীর অসুস্থতার খবর পেয়েই চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হন, ঠিক সেই পথেই হাঁটলেন দেব। প্রতিপক্ষের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যের রাজনীতিকেই হাতিয়ার করলেন এই অভিনেতা।
