সিপিএমের মতাদর্শকে বাতিলের খাতায় ফেলে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুধু তাই নয়, সিপিএমকে দুর্বল দল বলেও কটাক্ষ করেছেন তিনি। রাহুলের এই মন্তব্যে বেজায় চটেছে বামেরা। সিপিএম নেতা মহম্মদ সেলিমের মতে, রাহুলের এমন মন্তব্যে গেরুয়া শিবির এবং আরএসএস উৎসাহিত হবে।
বাংলায় সিপিএমের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চালাচ্ছে কংগ্রেস। হাইকম্যাণ্ডের নেতৃত্বে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদের আসন দুটি বামেদের ছেড়ে দিয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে কেরালা কংগ্রেসের সভায় এই মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘সিপিএম হিংসাই করতে পারে। দুর্বলদের হাতিয়ার হিংসা। অহিংসার পথেই লড়াই করেছে কংগ্রেস। কর্মসংস্থান তৈরি করতে পারে না সিপিএম। ওদের মতাদর্শ বাতিলের খাতায়’।
সম্ভাব্য জোটসঙ্গী কংগ্রেসের শীর্ষ নেতার এহেন মন্তব্যে বিস্মিত রায়গঞ্জের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘কংগ্রেসের সভাপতির কাছ থেকে এটা আশা করি না। ঠিকই কংগ্রেস গান্ধীবাদ, অহিংসার কথা বলেছে। কিন্তু আমরা গান্ধীবাদী নই। শান্তির জন্য লড়াই করতে হয়। সেই লড়াইটা জান-মান দিয়ে লড়ছে বামপন্থীরা। কেরলে গিয়ে এমনটা বললে সঙ্ঘ পরিবারের লোকেরাই বেশি উত্সাহিত হবে’।
