কংগ্রেসের সঙ্গে জোট এখনও চূড়ান্ত না হলেও, লোকসভার ২৫ আসনে প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রণ্ট। রায়গঞ্জ এবং মুর্শিদাবাদের প্রার্থীর নাম আগেই ঘোষণা করে দিয়েছিল সিপিএম। শুক্রবার বামফ্রন্টের বৈঠকের পর ১৭টি আসন ছেড়ে রেখে বাকি প্রার্থী তালিকা প্রকাশ করা হল।
নির্বাচন ঘোষণার পর তৃণমূল কংগ্রেস ৪২ আসনেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। বিজেপি এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। বামফ্রন্ট ১৩ মার্চ প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছিল। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট-জট কাটাতে না পেরেই এই বিলম্ব বলে জানানো হয়েছে বামফ্রন্টের তরফে।
প্রার্থী তালিকা একনজরে –
১। কোচবিহার (তফ)- গোবিন্দ রায় (এআইএফবি)
২। আলিুপুরদুয়ার (আদিবাসী)- মিলি ওঁরাও (আরএসপি)
৩। জলপাইগুড়ি (তফ)- ভগীরথ রায় (সিপিআইএম)
৪। রায়গঞ্জ- মহম্মদ সেলিম (সিপিআইএম)
৫। বালুরঘাট- রণেন বর্মন (আরএসপি)
৬। মুর্শিদাবাদ- বদরুদ্দোজা খান (সিপিআইএম)
৭। রানাঘাট (তফ)- রমা বিশ্বাস (সিপিআইএম)
৮। বনগাঁ (তফ)- অলোকেশ দাস (সিপিআইএম)
৯। দমদম- নেপালদেব ভট্টাচার্য (সিপিআইএম)
১০। বারাসত- হরিপদ বিশ্বাস (এআইএফবি)
১১। বসিরহাট- পল্লব সেনগুপ্ত (সিপিআই)
১২। জয়নগর- সুভাষ নষ্কর (আরএসপি)
১৩। ডায়মন্ড হারবার- ডা. ফুয়াদ হালিম (সিপিআইএম)
১৪। যাদবপুর- বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিআইএম)
১৫। কলকাতা দক্ষিণ- নন্দিনী মুখার্জি (সিপিআইএম)
১৬। উলুবেড়িয়া- মকসুদা খাতুন (সিপিআইএম)
১৭। হুগলী- প্রদীপ সাহা (সিপিআইএম)
১৮। আরামবাগ (তফ)- শক্তিমোহন মালিক (সিপিআইএম)
১৯। ঘাটাল- তপন গাঙ্গুলি (সিপিআই)
২০। মেদিনীপুর- বিপ্লব ভট্ট (সিপিআই)
২১। পুরুলিয়া- বীরসিং মাহাতো (এআইএফবি)
২২। বিষ্ণুপুর (তফ)- সুনীল খাঁ (সিপিআইএম)
২৩। বর্ধমান পূর্ব (তফ)- ঈশ্বরচন্দ্র দাস (সিপিআইএম)
২৪। বর্ধমান দুর্গাপুর- আভাস রায়চৌধুরী (সিপিআইএম)
২৫। বীরভূম- ডা. রেজাউল করিম (সিপিএম)
এরপর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রেস বিবৃতিতে জানিয়েছেন, বাকি ১৭টি আসনের কিছু আসনে কংগ্রেস এবং কয়েকটিতে বামফ্রন্ট প্রার্থীরা লড়াই করবে। এমনও বলা হয়েছে, কয়েকটি আসনে দু’দলই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
