বিজেপির তরফে বাংলার সব বুথকেই স্পর্শকাতর ঘোষণা করা হয়েছিল। গতকাল কাঁথিতে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন বাংলার সংবাদ মাধ্যমকে নাকি শাসক দল নিয়ন্ত্রণ করছে। তমলুকের তৃণমূল সাংসদ তথা ওই কেদ্রে এবারের প্রার্থী দিব্যেন্দু অধিকারী এই মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন। দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করে তিনি বলেছেন, “বাংলায় সংবাদ মাধ্যম স্বতন্ত্র ও স্বাধীন। এসব বিজেপিরা করে, তৃণমূল নয়”।
এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। দিলীপবাবুকে কটাক্ষ করে দিব্যেন্দু অধিকারী বলেন, “কী কথা, কখন, কোথায় বলতে হবে সেটাই জানা নেই দিলীপবাবুর। এই রাজ্যে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এখানে কোনও সংবাদ মাধ্যমের ওপর কেউ প্রভাব বিস্তার করেনি। মিডিয়া স্বতন্ত্র এবং স্বাধীন প্রতিষ্ঠান। মিডিয়াকে নিয়ন্ত্রণ একমাত্র বিজেপি–র অমিত শাহরা করতে পারেন। যেভাবে জাতীয় চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন”।
এই ঘটনার নিন্দে করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার চাউলখোলাতে দলীয় বৈঠকে দিলীপ ঘোষের এই মন্তব্যে মুখ্যমন্ত্রী জানান, বিজেপি বাংলাকে অপমান করছে। বাংলার মানুষকে অপমান করছে। এর উত্তর বাংলার মানুষ দেবে ভোটের মাধ্যমে।