দিল্লীতে রাজ্য সরকারে ক্ষমতায় থাকলেও বাংলায় এখনো তারা সংগঠন তৈরি করতে পারেনি। স্পষ্ট করে বলতে গেলে বাংলায় আম আদমি পার্টির অস্তিত্ব কেবল খাতায়-কলমে। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় প্রার্থী না দেবার সিদ্ধান্ত নিয়েছে আপ। কোনো দলের সংগে জোট বাধছে না আবার এককভাবেও কোনো প্রার্থী দিচ্ছে না। তবে বিজেপিকে শিকড় থেকে ছেঁটে ফেলতে তৃণমূলকেই সমর্থন করছে আপ।
যদিও আপ বলছে পরবর্তী টার্গেট ২০২১ বাংলার বিধানসভা নির্বাচন, কিন্তু সেখানে নিজের আধিপত্য জমানো ততটা সহজ নয়। আম আদমি পার্টির রাজ্য দফতরের অফিস সেক্রেটারি তথা রাজ্য কমিটির সদস্য নাজির হুসেনের বক্তব্য, “যে দল বিজেপির বিরুদ্ধে লড়ছে তাকেই সমর্থন করা হবে। দলের সদস্যদের এই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে”। তাই তারা বলছেন, ‘ভোট ফর টিএমসি’।