লোকসভা নির্বাচনের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হাতে মাসখানেকেরও কম সময়। কোমর বেধে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। ১১ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে ভোট। বঙ্গের ভোটরঙ্গে আরও একটু রঙ আনতে এসে গেছে ভোটের শাড়ি। ভোটের সাজে জুড়তে চলেছে নতুন মাত্রা। আর্ট সিল্ক, ক্রেপ, চান্দেরি, সুতিতে তৈরি শাড়ির মধ্যে তৃণমূলের জোড়াফুল। গতবার ভোটে বাজারের চাহিদা অনুযায়ী শাড়ি কম পরে যাওয়ায় এবার অন্তত ২০০টি তৃণমূল প্রতীকী শাড়ি আগাম রেখে দেওয়া হয়েছে।
ভোটের দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই শাড়ির কারিগর নবীন ও তরুন ইসরানি হাজির করেছে থরে–থরে ভোটের শাড়ি। সব রাজনৈতিক দলের জন্যই স্যাম্পল ডিজাইন করা থাকে। চাহিদামতো তৈরি করা হয়। সবুজ, গেরুয়া, সাদার ওপর তৃণমূলের ঘাসফুল নকশা করা। আঁচলে থাকছে ছোটবড় ঘাসফুল। আবার সাদার ওপর হালকা ছাপা ক্রেপে তৃণমূলের ঘাসফুলের ডিজাইন। গরমের কথা মাথায় রেখেই সুতির শাড়ির উপর এই কাজ করা হচ্ছে। এই শাড়ির দাম পড়ছে একেকটা একেক রকম। ক্রেপের ওপর ডিজাইন করা শাড়ির দাম ১২০০ টাকা থেকে শুরু। চান্দেরি ৯০০ আর সুতির শাড়ি ৫৬৫ টাকা থেকে। সব শাড়ির সঙ্গেই থাকছে নকশা–করা ব্লাউজ পিস।