দীপা কর্মকার নামটি প্রথম আলোচ্য বিষয় হয়ে ওঠে , যখন ২০১৪ সালে গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে প্রথমবার ব্রোঞ্জ জেতেন৷ যে প্রোদুনোভা ভল্ট বিশ্বের মারাত্মক ভল্টগুলির মধ্যে অন্যতম, সেই ভল্টই দীপাকে এনে দিয়েছে একের পর এক আন্তর্জাতিক সাফল্য৷ ক্রীড়ামঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি৷ আজ থেকে বাকু এবং দোহায় পর পর দু’টি আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের বিশ্বকাপ শুরু হচ্ছে৷ আত্মবিশ্বাসী দীপা বিশ্বকাপ থেকে সোনাই জিততে চান৷
বাকুতে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের বিশ্বকাপ চলবে ১৪-১৭ মার্চ। দোহায় বিশ্বকাপ হবে ২০-২৩ মার্চ। বাকুতে অনুষ্ঠিত বিশ্বকাপে দীপা ভারতের একমাত্র প্রতিনিধি হলেও দোহায় পুরুষদের বিভাগেও নামবে ভারত। গত সোমবার বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষদের নির্বাচনী প্রতিযোগিতা ছিল। দোহায় আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের জন্য ভারতীয় দলে নির্বাচিত হয়েছেন যোগেশ্বর সিংহ ও আশিস কুমার৷
আসন্ন দুই বিশ্বকাপে আটটি ইভেন্টে নজর রাখা হবে। যার মধ্যে তিনটি ইভেন্টে সেরা স্কোরের ভিত্তিতেই অলিম্পিক্সের যোগ্যতামান পার হওয়া যাবে। দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীর মতে অলিম্পিক্সে যেতে গেলে বিশ্বকাপ থেকে সোনা জিততে হবে দীপাকে। তাঁর কথায়, ‘‘টোকিয়ে অলিম্পিক্সে যদি দীপাকে যেতে হয়, তা হলে এই দুই বিশ্বকাপের ৩-৪টি ইভেন্ট থেকে দীপাকে সোনা জিততে হবে।’’
চোট থেকে পুরোপুরি সুস্থ হওয়ার পরে এই প্রতিযোগিতাতেই প্রথম নামতে চলেছেন দীপা। তিনি বলছেন, ‘‘অলিম্পিক্সের যোগ্যতামান পার হওয়ার জন্য বিশ্বকাপ-সহ সব রাস্তাই খোলা রাখছি। জার্মানিতে বিশ্বকাপে পদক জেতার পরে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। দোহা ও বাকুর দুই বিশ্বকাপে ভাল ফল করে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারব বলে মনে করছি।’’