মঙ্গলবার রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী পদে রূপালির নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রূপালির নাম ঘোষণা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কিছুদিন আগে নদিয়ায় আমাদের বিধায়ক সত্যজিৎকে খুন করা হয়েছে। ওর বউয়ের বয়স এখন ২৫ বছর। জাস্ট ২৫ বছর। প্রার্থী করা হয়েছে তাঁকে। একটা কোলের বাচ্চাকে নিয়ে কোথায় যাবে ও?” রূপালী যদিও ঘুণাক্ষরেও আঁচ পাননি এই সবকিছু। কল্পনাই করতে পারেননি নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস। মঙ্গলবার বিকেলে টিভিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার রানাঘাট কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা মাত্র বাড়ির সকলের সামনেই তিনি ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। ‘‘ওর (সত্যজিৎ) মুখই প্রথম ভেসে উঠেছিল চোখের সামনে’’, জানালেন রূপালী। রূপালী জানালেন, জিতলে স্বামীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন তিনি।
স্বামী খুন হওয়ার পরে সন্তানকে আঁকড়ে যখন শোক সামলে ওঠার চেষ্টা করছেন রূপালী, ঠিক তখনই রাজনীতির ময়দানে ডাক পড়ল তাঁর। সপ্তাহ দুয়েক আগে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে সত্যজিতের স্মরণসভায় এসে তৃণমূলের মহাসচিব তথা নদিয়ার পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘রূপালী রাজনীতিতে আসতে চাইলে স্বাগত জানানো হবে।’’ তা যে কত বড় ইঙ্গিত ছিল, তখন বোঝা যায়নি।
সূত্রের খবর, সেই সময়েই রূপালীকে দাঁড় করানোর সিদ্ধান্ত এক রকম পাকা করে ফেলা হয়েছিল। নদিয়ার প্রধান মতুয়া-মুখ সত্যজিতের স্ত্রীকে দিয়েই যে মতুয়া অধ্যুষিত রানাঘাট কেন্দ্রে বিজেপিকে চাপে ফেলা যেতে পারে, এটা বুঝে নিতে শীর্ষ নেতাদের দেরি হয়নি। রূপালী জানিয়েছেন, “আমাকে দলের তরফে আগে থেকে কেউ কিছু বলেননি। আমি বেলা ৩টের পরে টিভি খুলে জানতে পেরেছি। যেভাবে দল কাজ করতে বলবে সেভাবেই এগোব”।
তাঁর নাম ঘোষণার সময়ে মমতা বলেছেন, ‘‘বাচ্চা মেয়ে, রাজনীতিতে একদম নতুন!’’ মমতা আরও বলেন, ‘‘এখনও ওর প্রার্থী হওয়ার মতো বয়স হয়নি। মনোনয়ন যখন জমা দেবে, তখন তার জন্য প্রয়োজনীয় পঁচিশ বছর বয়স হয়ে যাবে”। সত্যজিৎ ছিলেন কৃষ্ণগঞ্জের দাপুটে নেতা তথা জেলা যুব তৃণমূল সভাপতি। কিন্তু স্বামীর সঙ্গেও রাজনীতি নিয়ে বিশেষ কথা হত না তাঁর। বেতাই অম্বেডকর কলেজ থেকে স্নাতক হওয়ার পরে ২০১৬ সালে তাঁদের বিয়ে। সংসার আর দেড় বছরের ছেলে সৌম্যজিৎ, এত দিন এই নিয়েই ছিল তাঁর জগৎ। বয়স নেহাতই কম। ২৮ মার্চ সবে পঁচিশে পা দেবেন। তাঁকে নিয়ে সমান আশাবাদী পরিবার ও এলাকাবাসীও৷ তাঁদের বক্তব্য, দেড় বছরের ছেলে সৌমজিৎকে মানুষ করার পাশাপাশি, আরও একটা বড় দায়িত্ব পেলেন রূপালী।