সাতে সাত, বিজেপি হবে কুপোকাত। গেরুয়া শিবিরকে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবারের সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘ পঞ্চায়েত ভোটে ৯৯ শতাংশ তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। বাংলা শান্তিপূর্ণ রাজ্য। এভাবে অপমান করা হচ্ছে বাংলাকে। মোদী-শাহের বিরুদ্ধে লড়াই করছি, তাই আমাদের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা চলছে। ওরা অপমান করছে আমাদের ভাই-বোনোদের। একটা ঘটনা ঘটেছে? ৪০ লক্ষের বেশি মানুষ এসেছিলেন গঙ্গাসাগর মেলায়। কোটি কোটি মানুষ দুর্গাপুজোয় অংশ নেন, একটাও ঘটনা ঘটেনি।’
মোদী সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘আমাদের ক্ষমতা দেখাবেন না। সব কিছুর সীমা থাকা দরকার।’ মমতা বলেন,’উত্তরপ্রদেশে কত লোককে গোরক্ষার নামে ও গণধোলাই দিয়ে মারা হয়েছে। চোরের মায়ের বড় গলা। ছোট থেকে রাজনীতি করে এসেছি। হাস্যকর হয়ে গিয়েছে ওরা। এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। মজবুত সরকার তৈরি করতে পারবে না। ভয় পাচ্ছে। সাতে সাত, বিজেপি হবে কুপোকাত, বাংলায় বিজেপির কোনও জায়গা নেই।’
রাজ্যে একজন মিডিয়া কো-অর্ডিনেটর নিয়োগের দাবিও তুলেছেন গেরুয়া শিবিরের নেতারা। এটা অত্যন্ত লজ্জার বলে মনে করেন মমতা। তাঁর কথায়, ‘এটা লজ্জার ব্যাপার। এরা নির্লজ্জ। বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে ওরা। জাতীয় সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। এখানেও সেটা করতে চাইছে। আপনারা প্রতিবাদ করুন। আমার তো মনে হয়, কলকাতা প্রেস ক্লাবের তরফে বিবৃতি জারি করা দরকার। আমরা সংবাদমাধ্যমকে সম্মান করি।’
