কাশ্মীর থেকে বেকারত্ব, নরেন্দ্র মোদীকে আলিঙ্গন থেকে ভগ্নিপতি রবার্ট বঢড়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দেড় ঘণ্টা ধরে তিন হাজার ছাত্রীর সামনে চোখা চোখা প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সাফ জানালেন, রবার্ট বঢড়ার বিরুদ্ধে তদন্ত করুক সরকার। তাহলেই সত্য-মিথ্যা বেরিয়ে আসবে।
আজ বুধবার চেন্নাইতে কলেজ পড়ুদের সঙ্গে আলাপতারিতা অনুষ্ঠানে যান রাহুল গান্ধী৷ সেখানেই এক ছাত্রীর প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন রাহুল। তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান৷ রবার্ট বঢড়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তার তদন্ত হোক। তেমনই প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত প্রয়োজন’। তাঁর ভগ্নিপতি রবার্টের বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। গত মাসে একাধিকবার জেরাও করা হয়েছে তাঁকে। প্রশ্নোত্তরের সময় রাহুল বলেন, ‘আমি তো সব প্রশ্নের জবাব দিচ্ছি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর সাহস নেই প্রশ্নের মুখোমুখি হওয়ার’।
এ দিনের অনুষ্ঠানে রাহুল ফের একবার সরব হন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সরাসরি মোদীকে দুর্নীতিবাজও বলেন। এক ছাত্রীর প্রশ্নের উত্তরে রাহুল বলেন, ‘নোটবন্দীর সময় আপনার বাবা-মা ব্যাঙ্কে টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই টাকা নীরব মোদীকে দিয়ে দিয়েছেন’। কাশ্মীর সমস্যার কথাও এ দিন উল্লেখ করেন কংগ্রেস সভাপতি। তাঁর কথায়, ‘ইউপিএ সরকারের সময় উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনও হয়েছিল। কিন্তু এখন বিধানসভা ভোট করা যাচ্ছে না’। তাঁদের সরকার এলে সরকারি চাকরির ক্ষেত্রে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ হবে বলেও প্রতিশ্রুতি দেন রাহুল।
সংসদে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করা নিয়েও এ দিন প্রশ্ন করা হয় রাহুলকে। জবাবে তিনি বলেন, ‘আমার ভিতরে প্রধানমন্ত্রীর সম্পর্কে কোনও রাগ বা ঘৃণা নেই। কিন্তু প্রধানমন্ত্রীর রয়েছে। সুযোগ পেলেই বলেন, আমি কত খারাপ, আমার মা কত খারাপ, আমার বাবা বা ঠাকুমা কতটা ভয়ঙ্কর ছিলেন। আমার তো মনে হয় প্রধানমন্ত্রী এই পৃথিবীর সৌন্দর্যই দেখেননি’।
