‘আচ্ছে দিন’-এর ক্যালেন্ডারে এবার গুরুত্ব হারাচ্ছে গুড ফ্রাইডে! বরাবরই ভাগাভাগির রাজনীতি করে আসা মোদী সরকার এবার কাঁচি চালাল দেশের দু’-দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের জাতীয় ছুটিতে। গোটা দেশকে অবাক করে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে বাতিল হল গুড ফ্রাইডের ছুটি। যা নিয়ে প্রত্যাশিত ভাবেই তীব্র অসন্তোষ তৈরি হল খৃষ্টান ধর্মাবলম্বী মানুষদের মধ্যে। এই নির্দেশিকা জারি হওয়ার পরই ক্ষোভ সপ্তমে চড়েছে তাঁদের।
উল্লেখ্য, এই প্রথম গুড ফ্রাইডের ছুটিতে কোপ পড়তে চলেছে। প্রশ্ন উঠছে, সরকারি গেজেটে গুড ফ্রাইডে জাতীয় ছুটি বলে উল্লেখ থাকলেও তা খারিজ করে দেওয়া হচ্ছে কেন? সরকারের এই সিদ্ধান্তে অত্যন্ত অসন্তুষ্ট ওই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী খৃষ্টান এবং পর্তুগীজ নাগরিকরা। ইতিহাসে এই প্রথম এমন হচ্ছে বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন ফাদার টনি লোপস। আগামী ১৯ এপ্রিল গুড ফ্রাইডে। সেদিন ছুটিই রাখা হোক বলে ইতিমধ্যেই অসংখ্য আবেদন জমা পড়েছে জেলা কালেক্টরের দফতরে।
কেন গুড ফ্রাইডের ছুটি বাতিল করা হচ্ছে? গোটা দেশে নির্বাচন শুরু হচ্ছে ১১ এপ্রিল। সেটা লোকসভা নির্বাচন। যার আওতায় পড়ে যাচ্ছে ১৯ এপ্রিল। তাই সেই দিনটাকে ছুটি হিসাবে রাখতে নারাজ সরকার। সেই কারণেই কোপ পড়তে চলেছে বলে সরকারি সূত্রের খবর। তবে এক্ষেত্রেও প্রশ্ন উঠছে যে, সরকারি গেজেটে গুড ফ্রাইডে তো জাতীয় ছুটি বলেই ঘোষিত, তবে ওইদিন ভোটগ্রহণ পর্ব রাখা হল কেন? আর ভোট হলেও ছুটি বাতিলের পিছনে যুক্তি কী? সমস্যা কোথায়? তবে কি বিজেপির ভাগাভাগির রাজনীতির বলি হচ্ছে গুড ফ্রাইডের ছুটি? মিলছে না উত্তর। এ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্র।