গত পাঁচ বছরে রেল নিয়ে চরম অব্যবস্থা করেছে বিজেপি তথা মোদী সরকার। এবার সরাসরি এমনই অভিযোগ করলে বালুরঘাটের বর্তমান সাংসদ অর্পিতা ঘোষ।
৫ বছর সাংসদ থাকার পর আবারও বালুরঘাট থেকেই প্রার্থী হয়েছেন তিনি। উল্লেখ্য, অর্পিতার ওপর আস্থা রেখে আবারও তাঁকেই বালুরঘাটের প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে খবর পাওয়ার পরই তিনি বলেন, সকলে মিলেই কাজ করব। পাশাপাশি, রেলের দুর্দশার কথা তুলে ধরে এবার তিনি রেল ব্যবস্থা নিয়েই কাজকেই অগ্রাধিকার দিতে চান বলে জানিয়েছেন। তাঁর কথায়, আরেকবার সাংসদ হয়ে রেলব্যবস্থা নিয়ে প্রথম কাজ করতে চাই। তাঁর মতে, রেলব্যবস্থার কারণেই জেলা ক্রমশ পিছিয়ে পড়ছে।
উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আগে বালুরঘাট থেকে অর্পিতা ঘোষ নয়, শোনা গিয়েছিল বিপ্লব চক্রবর্তীর নাম। কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল, এককালে ‘পশুখামার’ মঞ্চস্থ করে বাম সরকারকে চাপে ফেলে দেওয়া অর্পিতার ওপরেই শেষ পর্যন্ত আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিমো।