চলতি মরশুম মোটেও খুব একটা ভালো গেল না বাংলা ক্রিকেট মহলের। পয়েন্টের বিচারে মুস্তাক আলি টি-টোয়েন্টিতে ফাইনালে চলে গেল মহারাষ্ট্র, প্রতিপক্ষ কর্ণাটক। এবারেও পারলেন না মনোজ তিওয়ারিরা।
মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও খালি হাতে ফিরছে বাংলা। মঙ্গলবার ইন্দোরে শেষ ম্যাচে গুজরাটকে সাত উইকেটে হারিয়েও কোনও লাভ হল না বাংলার। মাঠে নামার আগেই মনোজ তিওয়ারিরা জেনে গিয়েছিলেন, তাঁদের বিদায় হয়ে গিয়েছে। কারণ ঠিক আগের ম্যাচেই মহারাষ্ট্র ২১ রানে হারিয়ে দেয় রেলওয়েজকে। ফলে পয়েন্টের বিচারে ফাইনালে চলে গেল মহারাষ্ট্র। ফাইনালে তাদের প্রতিপক্ষ কর্নাটক।
এই ব্যর্থতা কিন্তু শুধু বাংলা সিনিয়র টিমের। এরপরেও মনোজ তিওয়ারি রঞ্জিতে ব্যর্থ হলেই ক্রিকেট সংস্থার দিকে আঙুল তুলে বিক্ষোভ দেখান! টি-টোয়েন্টির সুপার লিগে উঠেই বলে ফেলেন, সমালোচকদের জবাব দিলাম! কিন্তু সত্যিটা হল, মনোজের নেতৃত্বে গত কয়েক বছর ধরে ব্যর্থতা ছাড়া আর কিছুই আনতে পারেনি বাংলা। তবে সাফল্যও এসেছে এবার। বাংলার অনূর্ধ্ব-২৩ টিম সর্বভারতীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। অনূর্ধ্ব-১৯ মেয়েরা সদ্য চ্যাম্পিয়ন হল।