রবিবার নির্বাচন কমিশনের তরফে ভোট ঘোষণা ও নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হওয়ার পর মঙ্গলবারই লোকসভায় দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পাশাপাশি অন্য রাজ্যেও তৃণমূল ভোটে লড়তে চলেছে, এমন খবর আগেই ছিল। সেই জল্পনাকে সত্যি করে আজ বাংলার ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি আরও কয়েকটি রাজ্যের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেন মমতা।
জানা গেছে, ঝাড়খন্ডের জামশেদপুরের তৃণমূল প্রার্থী অঞ্জনা মাহাতো। এছাড়া রাজমহল ও রাঁচিতে প্রার্থী হচ্ছেন মন্ডল হাঁসদা, সঞ্জয় কুমার পান্ডে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দাঁড়াচ্ছেন অয়ন মণ্ডল। আসামে মোট ৬টি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে তৃণমূল। করিমগঞ্জ, শিলচর, ধুবড়ি, কোকরাঝার, বারপেতা, গুয়াহাটিতে ঘাসফুল চিহ্নে প্রার্থীরা লড়াই করবেন। করিমগঞ্জে চন্দন দাস, শিলচরে হিতব্রত রায়, ধুবড়িতে জনাব নুরুল ইসলাম চৌধুরী, কোকরাঝারে কমলা কান্ত দাইমারি, বারপেতায় আশাহক আলি দেওয়ান, গুয়াহাটিতে মনোজ কুমার শর্মা দাঁড়াচ্ছেন।
বিহারে দুটি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল। কিষাণগঞ্জে জাভেদ ইসলাম খান ও মহারাজগঞ্জ সুনীল সিংকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরেক পড়শি রাজ্য উড়িষ্যাতেও দুটি লোকসভা আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। ভদ্রকে অগ্নি চরণ জেনা ও ভুবনেশ্বরে শুভ্রাংশু শেখর পধীকেই যোগ্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন মমতা।