পুলওয়ামাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে মাথায় নীল রঙের টুপি নয়, সেনাবাহিনীর টুপি পরে রাঁচিতে মাঠে নেমেছিলেন ভারতের ক্রিকেটাররা। আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড। এই বিষয়ে আইসিসির কাছে নালিশ জানালেও ফের মুখ পুড়ল পাকিস্তানেরই।
রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা সেনাবাহিনীর টুপি করে খেলতে নেমেছিলেন। পুলওয়ামায় জঙ্গি হানায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। তাছাড়া ম্যাচ ফি’র পুরো টাকাটাই তুলে দেওয়া হয়েছিল শহিদ জওয়ানদের পরিবারের হাতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড গোটা বিষয়টিকে ভালভাবে নেয়নি। তারা আইসিসির কাছে শাস্তির দাবি করেছিল। পাক বোর্ডের তরফে বলা হয়েছিল, ‘ক্রিকেট মাঠে এভাবে রাজনীতি টেনে আনা ঠিক নয়।’ এবার আইসিসি এক বিজ্ঞপ্তি দিয়ে পাক ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে, ‘ভারতের তরফে এই টুপি পরে খেলার অনুমতি চাওয়া হয়েছিল আইসিসির কাছে।’
আইসিসি আধিকারিক ক্লেয়ার ফার্লং বলেছেন, ‘বিসিসিআই সেনাবাহিনীর টুপি পরে খেলার জন্য আইসিসির কাছ থেকে অনুমতি নিয়েছিল। ভারতীয় দল দেশের সেনাদের স্মৃতিতে এই পদক্ষেপ নিতে চেয়েছিল। যা আইসিসি স্বীকৃতি দিয়েছে।’ এমনিতেই পুলওয়ামা কাণ্ড এবং অভিনন্দনকে সাময়িক আটক এবং বারংবার সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে পাকিস্তান এবার ক্রীড়াক্ষেত্রেও মুখ পুড়ল পাকিস্তানের।