প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মাথাব্যথা বাড়িয়ে দিল সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট। সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি-র ওই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত একবছরে দেশে বেকারত্বের হার বেড়েছে ৭.২ শতাংশ। অথচ গত বছর এই সময়ে বেকারত্বের হার ছিল ৫.৯ শতাংশ। আর সময়ের নিরিখে এই বৃদ্ধিটা খুব দ্রুত গতিতেই হয়েছে।
দেশের বহু অর্থনীতিবিদই সিএমআইই-র সমীক্ষাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সমীক্ষা এও জানিয়েছে, গত তিন বছরের শুধু ফেব্রুয়ারির হিসেব ধরলেই দেখা যাবে বেকারত্বের বৃদ্ধির হারটা কেমন। ২০১৭–র ফেব্রুয়ারিতে হারটা ছিল ৫ শতাংশ। তা ২০১৮–র ফেব্রুয়ারিতে বেড়ে হয় ৫.৯ শতাংশ। আর চলতি বছর ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছে ৭.২ শতাংশ। ফেব্রুয়ারির আগের মাস অর্থাৎ জানুয়ারিতে বেকারত্বের হার ছিল ৭.১ শতাংশ।
সিএমআইই-র আগের সমীক্ষা অনুযায়ী, ২০১৬-র সেপ্টেম্বরে ভারতে বেকারত্বের হার ছিল ৮.৪৩ শতাংশ। তার পর তা একটু একটু করে কমে ২০১৭–র জুলাইয়ে হয়েছিল ৩.৩৭ শতাংশ। যা ফের বেড়ে গত ফেব্রুয়ারিতে হয়ে গেল ৭.২ শতাংশ। দিনকয়েক আগেই একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রকাশিত রিপোর্ট জানিয়েছিল, ২০১৭-১৮ অর্থবর্ষে ভারতে বেকারত্বের হার যে জায়গায় পৌঁছেছে, তা গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল। অর্থাৎ নতুন করে বিপাকে কেন্দ্রের মোদী সরকার।
