দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা হবে না নরেন্দ্র মোদীর। এমনটাই মনে করেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। ঠিক লোকসভা ভোটের মুখেই দেশের প্রবীণ এই শীর্ষ নেতা ভবিষ্যদ্বাণী করলেন, মোদী আর প্রধানমন্ত্রীর পদে বসবেন না। কারণ বিজেপি সরকার গঠনের জম্য নির্দিষ্ট সংখ্যক আসন থেকে অনেকটাই দূরে থাকবে।
পাওয়ার বলেন, যদি বিজেপি সরকার গঠনের জন্য অন্য দলগুলির সাহায্য নেয়, তাহলে সেই দলগুলি তাঁদের পছন্দের প্রধানমন্ত্রী বাছতে চাইবে। উল্লেখ্য, ২০১৪-র নির্বাচনে বিজেপি একাই ২৮৩ টি আসন দখল করেছিল। যা একার সরকার গঠনের পক্ষে ছিল যথেষ্ট। আর এনডিএ পেয়েছিল ৩২৬ টি আসন।
অন্যদিকে, মহারাষ্ট্র নিয়ে বিজেপি সভাপতির ভবিষ্যতবাণী, রাজ্যে ৪৮টি আসনের মধ্যে ৪৫টিতে জিতবে বিজেপি ও তাদের সহযোগীরা। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পাওয়ার বলেন, অমিত শাহ কোথাও ভুল করে বসছেন।
ভোটের লড়াইয়ের ময়দানে ফিরে আসার ঘোষণার মধ্যেই শারদ পাওয়ারের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এনসিপি জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মহারাষ্ট্রের মাধা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭৮ বছরের এই নেতা। উল্লেখ্য, ২০১২ সালে নির্বাচনী রাজনীতি থেকে নিজের অবসরের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু এবার বিজেপি বিরোধীদের হাত শক্ত করতে আবারও ভোটযুদ্ধে অবতীর্ণ তিনি। প্রসঙ্গত, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ইউনাইটেড র্যালির মঞ্চ থেকেও মোদী হঠানোর দাবি তুলেছিলেন তিনি।