বিজেপিকে সুবিধা করে দিতেই পশ্চিমবঙ্গে ৭ দফায় নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার নবান্ন ছাড়ার সময় এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রবিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশ, বিহারের সঙ্গেই বাংলায় সবচেয়ে বেশি দফায় ভোট হচ্ছে এ বার। কমিশনের নির্ঘণ্ট ঘোষণার প্রায় ২৪ ঘণ্টা পর এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী।
দলের অবস্থান ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেন, ‘যা হয়েছে তা বিজেপির গেম প্ল্যান। বাংলাকে ডিসটার্ব করা বিজেপির প্ল্যান। কিন্তু আমি খুব খুশি। ওরা এর ফল পাবে। আমরা ৪২টায় ৪২টাই জিতব।’ মমতার দাবি, ‘বাংলাকে অসম্মান করে বিজেপি।’
গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘বিজেপি মনে করে বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে। কিছু বোঝে না। বাংলার মানুষ যে কত বুদ্ধিমান তা তারা আগে অনেকবার বুঝিয়েছে। এবারের নির্বাচনেও বোঝাবে।’ একই সঙ্গে পাল্টা চ্যালেঞ্জ করে তাঁর বক্তব্য, বিজেপির এই গেমপ্ল্যান সফল হবে না। বরং এতে তাঁরই সুবিধা। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করতে পারবেন।
