জইশ প্রধান মাসুদ আজহারকে একসময় ক্লিন চিট দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি বলেছিলেন, মাসুদ দাগী অপরাধী নয়। আজ মঙ্গলবার এই দাবি করল কংগ্রেস।
এদিন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা, ডোভালের ২০১০ সালের একটি সাক্ষাৎকারের অংশ টুইটারে পোস্ট করেছেন। সেখানে বিশেষ কয়েকটি লাইন উল্লেখ করেছেন সুরজেওয়ালা, যেখানে ডোভাল বলেছিলেন মাসুদ আইডি তৈরি করতে পারে না। সে দাগী অপরাধীও নয়। শুধু বিদ্বেষপূর্ণ কথার বক্তা, বরং তার থেকে সাজ্জাদ আফগানি আরও মারাত্মক জঙ্গী। কংগ্রেসের আরও দাবি, ওই সাক্ষাৎকারেই ডোভাল বলেছিলেন, মাসুদের মুক্তির পরই কাশ্মীরে পর্যটন শিল্পের প্রসার বেড়েছে। পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে এবং গণতন্ত্রও প্রতিষ্ঠা হয়েছে। টুইটারে সুরজেওয়ালা এও লিখেছেন, বিজেপি সন্ত্রাসবাদীদের ভালোবাসে।
দিল্লীতে দলীয় অনুষ্ঠানে, কান্দাহর কান্ডে বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে রাহুল মাসুদকে ‘মাসুদ আজহারজি’ বলে সম্বোধন করেন। তারপরই রাহুলকে কটাক্ষ করে বিজেপি বলতে থাকে কংগ্রেস সন্ত্রাসবাদীদের ভালোবাসে। তারই পাল্টা জবাব মঙ্গলবার দিয়েছে কংগ্রেস। এর আগে কান্দাহর কান্ডে মাসুদের সঙ্গে ডোভালের ছবি দেখিয়ে রাহুল গান্ধী দাবি করেছিলেন, বর্তমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই সেই সময় জঙ্গীদের সঙ্গে চুক্তির সমঝোতাকারী ছিলেন। মোদীকে তাঁর প্রশ্ন, ৪৯ জন জওয়ানদের পরিবারকে প্রধানমন্ত্রী ব্যাখ্যা দিক কারা মাসুদের মতো খুনিকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল?
প্রসঙ্গত, ১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে দিল্লীগামী তৎকালীন ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান আইসি ৮১৪-কে ছিনতাই করে কান্দাহরে নিয়ে যায় তালিবানরা। তারপর আইএসআই-এর সঙ্গে মিলে বিমানের ১৪৯ জন যাত্রী এবং ১৫ জন কর্মীর মুক্তির বদলে লস্কর নেতা মাসুদ-সহ তিন জঙ্গীর মুক্তি দাবি করেছিল। সেই সময়ই তিন জঙ্গীকে নিয়ে কান্দাহরে গিয়ে তালিবানদের হাতে তুলে দেন তৎকালীন ‘র’-এর প্রধান ডোভাল। মুক্তি পেয়েই নিজের জঙ্গীদল জইশ-ই-মহম্মদ গঠন করেছিল মাসুদ।
