ইতিহাসের কঠিনতম সময় পার করছে রিয়াল মাদ্রিদ। দলের করুণ দশায় আবার জিনেদিন জিদানের স্মরণাপন্ন হয়েছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। আর তাঁর প্রস্তাবে সাড়া দিয়ে ফের রিয়ালের ম্যানেজার হিসেবে দায়িত্ব নিচ্ছেন কিংবদন্তি ফরাসি ফুটবলার জিদান।
প্রসঙ্গত, রিয়াল মাদ্রিদকে টানা তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে দশ মাস আগেই দায়িত্ব ছেড়েছিলেন তিনি। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছিলেন সান্তিয়াগো সোলারি। কিন্তু সম্প্রতি সেই চ্যাম্পিয়ন্স লিগেই ব্যর্থ হওয়া ও ঘরের মাঠে বার্সেলোনার বিরুদ্ধে জোড়া হারের জেরে সরতে হল সোলারিকে। লা লিগায় এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ফারাক ১২।
এদিন রিয়ালের তরফে প্রকাশিত এক বিবৃতিতে সোলারিকে বরখাস্ত করার খবর জানিয়ে বলা হয়, নতুন ম্যানেজার হচ্ছেন জিদান। তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ক্লাবের।