সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচিত হয়েছেন উইকেটকিপার ঋষভ পন্থ। রবিবার মোহালিতে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে চতুর্থ ওয়ানডে ম্যাচে দুটো স্টাম্পিংয়ের সু্যোগ মিস করেন তিনি। এরপরই মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তুলনা করে তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। আর সে বিষয়ে ছাত্রের হয়ে মুখ খুলেছেন ঋষভ পন্থের ছোটবেলার কোচ তারক সিনহা।
তারক সিনহা এই পরিস্থিতিতেই ঋষভের উপর আস্থা রেখেছেন। ক্রিকেট সমর্থকদের কাছে ধৈর্যের আবেদনও রেখেছেন। তাঁর মতে, “ধোনির মতো পন্থও উইকেটকিপার-ব্যাটসম্যান বলে এই ধরনের তুলনা উঠে আসছে। কিন্তু এটা অনুচিত। এতে ঋষভ চাপে পড়ছে ধোনির মতো পারফরম্যান্স করার জন্য। কিন্তু চাপমুক্ত থাকলেই সবচেয়ে ভাল পারফর্ম করে ও”। তিনি আরও জানিয়েছেন, “বিশ্বের কোন কিপার ক্যাচ ফেলেনি বা স্টাম্পিংয়ের সুযোগ হারায়নি? এমনকী, কেরিয়ারের শুরুতে ধোনিও ক্যাচ ফেলেছে, স্টাম্পিংয়ের সুযোগ হারিয়েছে। কিন্তু নির্বাচকরা একটা মরসুমের পর ওকে বাদ দেয়নি, বরং আস্থা রেখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি করেছে ধোনি। হয়ে উঠেছে ক্রিকেটের অন্যতম গ্রেট।” মোহালিতে দুটো স্টাম্পিংয়ের সুযোগ হারান পন্থ। প্রথমটা ৩৯ ওভারে সেঞ্চুরিকারী পিটার হ্যান্ডসকম্বের। কয়েক ওভার পর যুজবেন্দ্র চহালের বলে অ্যাশটন টার্নারের। এই টার্নারই পরে ঝোড়ো ইনিংসে হারিয়ে দেন ভারতকে।