দোলের দিন ছোট্ট মুসলিম বন্ধু মসজিদে যাবে। রঙ যাতে তার গায়ে না লাগে, তাই সারা পাড়া ঘুরে নিজেই সব রঙ মেখে আসে একটি ছোট্ট মেয়ে। বন্ধুবান্ধবদের রঙ ফুরিয়ে গেলে সাইকেলের পিছনে বসিয়ে খুদে বন্ধুটিকে পৌঁছে দিয়ে আসে মসজিদে। হোলিকে সামনে রেখে ‘সার্ফ এক্সেল’-এর নতুন ১ মিনিটের বিজ্ঞাপন- ‘রঙ লায়ে সঙ্গ’। হিন্দুস্তান ইউনিলিভারের পণ্যের এই নতুন বিজ্ঞাপনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বইছে বিতর্কের ঝড়। ইতিমধ্যেই দু’ভাগে বিভক্ত নেটিজেনরা।
তাদের একাংশের দাবি, সার্ফ এক্সেলের বিজ্ঞাপনে ‘লাভ জেহাদ’ প্রচার করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট বিজ্ঞাপনটিকেই শুধু বাতিল করা নয়, সার্ফ এক্সেল ব্র্যান্ডটিকেও নিষিদ্ধ করার জন্য অভিযান শুরু করেছেন ভার্চুয়াল মিডিয়ায়। উল্টোদিকে, নেটিজেনদের আর একটিদল এই বিজ্ঞাপনের ভূয়সী প্রশংসা করছেন। যাঁর মধ্যে রয়েছেন মেহেবুবা মুফতির মতো রাজনৈতিক ব্যক্তিত্বও।
প্রশ্ন উঠতেই লারে এই বিজ্ঞাপনী ভিডিওটি ঘিরে এত সমস্যা কীসের? আসলে গত ২৭ শে ফেব্রুয়ারি প্রকাশিত ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা মেয়ে হোলির দিন পাড়ার বন্ধুদের চ্যালেঞ্জ করছে তাঁকে রঙ মাখানোর জন্য। বন্ধুরাও ছাদ থেকে বেলুন আর পিচকারি দিয়ে ছোট্ট বান্ধবীকে রাঙিয়ে দেয়। একসময় রঙ শেষ হয়ে যায়। এরপরেই ছোট্ট মেয়েটি তার মুসলিম বন্ধুকে অভয় দেয় বাড়ি থেকে বেরিয়ে আসতে। মুসলিম বন্ধুটি যাবে মসজিদে নামাজ পড়তে। মসজিদে পরিষ্কার পোশাক পরে যাওয়াটাই দস্তুর। কিন্তু সে ভয় পাচ্ছিল মসজিদে যাবার সময় বন্ধুরা যদি রঙ মাখিয়ে দেয়!
তবে অবশেষে বান্ধবীর কথায় নিশ্চিন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে সে। ছোট্ট বান্ধবী নিজের সাইকেলে মুসলিম বন্ধুটিকে মসজিদ পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। ছেলেটি বান্ধবীকে জানায়, সে নামাজ পড়েই ফিরে আসছে। মেয়েটি জানায়, তারপরেই রঙ পড়বে তাঁর গায়ে! ছেলেটি প্রত্যুত্তরে হেসে মসজিদে ঢুকে যায়। এরপরেই সার্ফ এক্সেলের পরিচিত ট্যাগলাইন, ‘দাগ আচ্ছে হ্যায়’। ফলে এই বিজ্ঞাপন দেখেই কারও কারও মনে হয়েছে এ নাকি আসলে ধর্মীয় ভাবাবেগে আঘাত! দোলের থেকে বেশি নামাজকেই নাকি গুরুত্ব দিচ্ছে এই পণ্য। এছাড়া গোটা বিজ্ঞাপন জুড়েই রয়েছে ‘লাভ জেহাদ’-এর ইঙ্গিত।
তাই সোশ্যাল মিডিয়ায় #বয়কট সার্ফ এক্সেল নামে প্রচারও শুরু করে দিয়েছে তারা। এমনও দেখা যাচ্ছে যে সার্ফ এক্সেলকে ব্যান করতে গিয়ে কেউ কেউ মাইক্রোসফট এক্সেলকেই বয়কটের ডাক দিচ্ছে। তাতে দলে দলে সাড়া দিচ্ছে আরও মানুষ। ফলে কমে যাচ্ছে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের রেটিং। অন্যদিকে, বিজ্ঞাপনটির মাধ্যমে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুন্দর বার্তা দেওয়া হয়েছে তা মন জয় করে নিয়েছে বহু দর্শকের। ধর্মীয় মেরুকরণ সরিয়ে, দুই খুদের বন্ধুত্বের মাধ্যমে যে কোনও ধর্মীয় অনুষ্ঠানে সবাই মিলে আনন্দ উদযাপনের বার্তা রয়েছে বিজ্ঞাপনটিতে, এমনটাই মনে করছেন বিজ্ঞাপনী বিশেষজ্ঞরা। মাত্র এক সপ্তাহ আগে ‘ইউটিউবে’ আপলোড হওয়া ভিডিওটি ইতিমধ্যেই ৮.৮ মিলিয়নেরওবেশি মানুষ দেখে ফেলেছেন।
ভিডিওটির প্রশংসা করে অনেকেই আবার ‘অতি হিন্দুত্ববাদী’ মনোভাবের কড়া নিন্দা করছেন। এই প্রেক্ষিতে পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি টুইটার হিন্দুত্ববাদীদের কটাক্ষ করে বলেন যে, ‘আমার কাছে একটি ভালো উপায় আছে, ভক্তদের সার্ফ এক্সেল দিয়ে ভালো করে কেচে নিতে হবে। কারণ, সার্ফের ধোলাই দাগকে করে সাফ!‘ এমনই নানা কটাক্ষ উড়ে এসেছে ‘ভক্ত’দের উদ্দেশ্যে। পাশাপাশি শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের সকলেই ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে ওঠা ‘লাভ জিহাদ’-এর অভিযোগকে উড়িয়ে দিয়েছেন।