রাফায়েল নাদাল তিনবারের ইন্ডিয়ান ওয়েলস চ্যাম্পিয়ান। তিনি এটিপি ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের তৃতীয় রাউন্ডে উঠলেন। রবিবার স্প্যানিশ তারকা মাত্র ৬-১,৬-১ সেটে উড়িয়ে দিলেন জেরাড ডোনাল্ডসনকে। ম্যাচটি জিততে ৭২ মিনিট সময় নেন নাদাল। রজার ফেডেরার হারালেন জার্মানির পিটার গজউইককে ৬-১, ৭-৫ সেটে। নাদাল বছরের তৃতীয় টুর্নামেন্ট খেলছেন। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তিনি নোভাক ডকোভিচের কাছে হেরে যান। আকাপালকো থেকে ছিটকে যান তিনি। এই বাঁ-হাতি প্লেয়ার পরের রাউন্ডে খেলবেন ডিয়েগো সোয়ার্জম্যানের বিরুদ্ধে।
আর্জেন্তিনার ডিয়েগোর বিরুদ্ধে ৬-০ ফলে এগিয়ে রয়েছেন নাদাল। ষষ্ঠ বাছাই জাপানের কেই নিশিকোরি। তিনি হারিয়েছেন ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে। নিশিকোরি পরের রাউন্ডে খেলবেন পোল্যান্ডের হুবার্টের বিরুদ্ধে। হুবার্ট ৬-২, ৩-৬, ৬-৪ সেটে হারান ফ্রান্সের লুকাস পৌলিকে। দশম বাছাই ক্রোয়েশিয়ার মারিন সিলিচ ৬-৩, ৬-৪ সেটে হারালেন ১৯ বছর বয়সী কানাডার ডেনিস শাপোভালভকে। এই টুর্নামেন্টে রেকর্ড উজ্জ্বল শীর্ষ বাছাই নোভাক ডকোভিচের। ফেডেরার তা টপকাতে পারেন কিনা সেটাই দেখার।