অস্ট্রেলিয়ার অ্যাশটন টার্নার আদর্শ টি-টোয়েন্টি ব্যাটসম্যান। হারা ম্যাচ জিতিয়ে দেবার ক্ষমতা রাখেন টার্নার। তার চাক্ষুস প্রমাণ মিলল রবিবার। অস্ট্রেলিয়ার এই নতুন প্লেয়ার যে ভারতের ম্যাচ তাঁদের হাত থেকে বার করে নিয়ে গেল তা স্বীকার করে নিয়েছেন সেঞ্চুরি করা শিখর ধওয়ন। তবে তাঁর ধারণা, শিশিরের পরিমাণ এত না হলে টার্নার এ ভাবে দলকে জেতাতে পারতেন না। গত শুক্রবার রাঁচীতে শিশির না পড়ায় সমস্যা হয়েছিল ভারতীয় দলের। আর রবিবার অতিরিক্ত শিশির পড়ায় হেরে গেল ভারতীয় দল। । আর এই ম্যাচে শিশির পড়ায় হেরে গেলেন তাঁরা। তাঁর মতে, ‘‘রাঁচীতে আমরা ভেবেছিলাম রাতে শিশির পড়বে, কিন্তু পড়েনি। আর এখানে আমরা ভেবেছিলাম শিশির পড়বে না। কিন্তু ভালই পড়ল। ৩৮ ওভার পর্যন্ত আমাদের বোলারদের নিয়ন্ত্রণেই ছিল ম্যাচটা। কিন্তু শেষ দিকে বল ব্যাটে ভাল ভাবেই আসতে শুরু করে। বাউন্সও ভালই হচ্ছিল, যার ফলে ইচ্ছেমতো শট খেলতে পেরেছে ওরা।’’
রবিবার চলতি সিরিজের চতুর্থ ওয়ান ডে-তে ধওয়নের ১৪৩ রানের ইনিংস সত্ত্বেও ভারত চার উইকেটে হারে। ভারতীয় বোলারদের মতো ভারতীয় ফিল্ডারদের জন্যও রবিবার বেশ খারাপ একটা দিন গেল। ভুবনেশ্বরের করা ৪৭ নম্বর ওভারে দুটো ক্যাচ পড়ল। দু’নম্বর বলে কেদার যাদব, ডিপ মিড উইকেটে। চার নম্বর বলে মিড অফে, ধওয়ন। দু’টোই ছিল টার্নারের ক্যাচ। চহালের বলে ঋষভ পন্থ যে স্টাম্পিংটা ফস্কেছে, সেটা কিন্তু ম্যাচের গল্প বদলে দিতে পারত। চলতি সিরিজের চতুর্থ ওয়ানডে-তে অস্ট্রেলিয়া জিতে সিরিজ ২-২ করে দিল। সিরিজের পরের লড়াই হতে চলেছে দিল্লীতে।