লোকসভা নির্বাচন করাতে কোনও সমস্যা নেই। তাহলে বিধানসভা নির্বাচনের জন্য অনুকূল পরিস্থিতি নেই কেন? জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন না করানোর সিদ্ধান্তে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে এই প্রশ্ন তুললেন ফারুক আবদুল্লা। তাঁর মতে, এই সিদ্ধান্ত কাশ্মীর নীতিতে মোদী সরকারের ব্যর্থতার প্রতিফলন।
এই প্রসঙ্গে সোমবার ন্যাশনাল কনফারেন্স চেয়ারম্যান ফারুক আবদুল্লা বলেন, ‘জম্মু ও কাশ্মীরে লোকসভা ভোটের জন্য পরিবেশ অনুকূল হতে পারে। কিন্তু, বিধানসভা ভোটের জন্য রাজ্যে সে পরিবেশ নেই?’ তাঁর কথায়, ‘সম্প্রতি এ রাজ্যে পুরভোট শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। এমনকি, ভোটের জন্য পর্যাপ্ত বাহিনীও রয়েছে। তা সত্ত্বেও এ রাজ্যে বিধানসভা ভোট হবে না কেন?’ তিনি জানান, ‘সমস্ত দলই এ রাজ্যে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করানোর পক্ষে।’
লোকসভার পাশাপাশি, বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। জম্মু-কাশ্মীরে মোট পাঁচ দফায় লোকসভা নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। তবে ওই রাজ্যের ‘বর্তমান পরিস্থিতি’র জন্যই সেখানে আপাতত বিধানসভা ভোট করানো যাচ্ছে না বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এরপরেই সরব হয়েছে বিরোধী দলগুলি।
মোদী সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও। তাঁর দাবি, ‘জম্মু ও কাশ্মীরে কেবলমাত্র লোকসভা ভোটের সিদ্ধান্তের পিছনে রয়েছে ভারত সরকারের অশুভ নকশা। আসলে রাজ্যের মানুষকে ক্ষমতাহীন করার উদ্দেশ্য পূরণ করতেই এই অ্যাজেন্ডা নেওয়া হয়েছে।’ ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতির মতোই সরব হয়েছেন মায়াবতীও। সোমবার টুইটারে তিনি লিখেছেন, ‘কাশ্মীর নীতি নিয়ে মোদী সরকারের ব্যর্থতার প্রতিফলন এই সিদ্ধান্ত।’
