হেলসিঙ্কিতে অনুষ্ঠিত ৩৮তম জিবি বক্সিং টুর্নামেন্টে সোনা জিতলেন কবিন্দর সিং বিস্ত(৫৬ কেজি)। ৬০ কেজিতে শিবা থাপা এবং আরও তিন বক্সার রুপো জিতলেন। তাঁরা হলেন গোবিন্দ সাহানি (৪৯ কেজি), কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ী মহম্মদ হুসামুদ্দিন (৫৬ কেজি) ও দীনেশ ডাগার (৬৯ কেজি)। ‘অল ইন্ডিয়া’ ফাইনালে হুসামুদ্দিনকে হারালেন কবিন্দর সিং বিস্ত। এই দু’জনেই সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের বক্সার।
কমন ওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদকজয়ী হুসামুদ্দিনের বিরুদ্ধে এই জয় অনস্বীকার্য। দু’জনই সার্ভিসেস স্পোর্টস বোর্ডের বক্সার হবার জন্য একে অপরের কৌশলগুলির সাথে পরিচিত ছিল। তার ফলে যে এক তীব্র প্রতিযোগিতা হতে চলেছে এটা স্পষ্ট ছিল। শিবা থাপা(৬০ কেজি) তিনবারের এশিয়ান মেডেলিস্ট। স্থানীয় প্রিয় আরেসান খাতেভকে ১-৪ এ পরাজিত করেন।