মুখে যতই শান্তির বার্তা দিক, বাস্তবে ঠিক উল্টোটাই করে পাকিস্তান। তাই একদিকে যেমন বারংবার গুলি বা বোমা ছোঁড়া অব্যাহত রেখেছে ঠিক সেভাবেই আকাশসীমা পার করে বারবার ভারতে ঢুকে পড়ছে পাকিস্তানি ড্রোণ। আজ রাজস্থানে শ্রীগঙ্গানগর জেলার সীমান্ত এলাকায় একটি পাক ড্রোনকে ধ্বংস করল ভারতীয় সেনা। পাক গুপ্তচর সন্দেহে এক জনকে গ্রেফতারও করা হয়েছে।
শ্রীগঙ্গানগরের এক পুলিশকর্তা ইসমাইল খান বলেন, ‘‘স্থানীয়েরা অভিযোগ করেন,ওই এলাকায় একটি বাড়ির ছাদের উপর কোনও সন্দেহজনক যন্ত্র ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে সেনা এবং বিএসএফকে খবর দেওয়া হয়।’’ দুই বাহিনীর অফিসাররা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখে জানান, সেটি পাকিস্তানের ড্রোন। নজরদারির জন্যই সীমান্তের ও পার থেকে ওই ড্রোন পাঠানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান সেনার।
পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় গত ২৬ জানুয়ারি। ওই দিনই গুজরাতের কচ্ছ এলাকায় একটি পাক ড্রোন নজরে আসে সেনার। স্পাইডার মিসাইল দিয়ে সেটিকে ধ্বংস করা হয়। নাঙ্ঘাটারের কাছে মেলে ওই ড্রোনটির ধ্বংসাবশেষ। দ্বিতীয় ঘটনাটি ঘটে ৪ মার্চ রাজস্থানের বারমেড় সীমান্তে। সেখানেও একটি আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) নজরে আসে সেনা জওয়ানদের। সুখোই যুদ্ধবিমান থেকে গুলি করে সেটিকে ধ্বংস করা হয়। এর পর ৯ মার্চ সন্ধ্যায় এই শ্রীগঙ্গানগরেই আরও একটি পাক ড্রোন ধ্বংস করে সেনা। এর পর ফের একই এলাকায় পাক ড্রোনের সন্ধান মেলায় উদ্বিগ্ন নিরাপত্তা আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, নজরদারি আরও বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে, সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানাতে।
পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর এই নিয়ে পাকিস্তানের চারটি ড্রোন ধ্বংস করল ভারত। সোমবারওই ড্রোন থেকে একটি বাড়িতে বোমা ফেলা হয় বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে সেটি ফাটেনি।