প্রিমিয়ার লিগে রবিবার বেশি আগ্রহ ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-আর্সেনাল ম্যাচ ঘিরে। এফএ কাপে ম্যান ইউয়ের কাছে হারের বদলা গানার্স নিতে পারে কি না তা নিয়েই আগ্রহ ছিল বেশি। প্রতিশোধ কিন্তু সত্যিই নিয়েছে গানার্স। এমিরেটসে ওয়ে গুন্নার সোলসারের ম্যান ইউকে ২-০ হারিয়ে। আর্সেনালের গ্রানিত শাকা ও পিয়ের এমেরিক আবুমেয়ং (পেনাল্টি) গোল করলেন। সেই সঙ্গে সোলসারের কোচিংয়ে ম্যান ইউয়ের জয়ের ধারাও ধাক্কা খেল। চার নম্বরে এখন আর্সেনালই। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। পাঁচে থাকা ম্যান ইউ ৫৮। লিগ টেবলে এক নম্বর ম্যান সিটির পয়েন্ট ৩০ ম্যাচে ৭৪। লিভারপুল সেখানে ৭৩।
শনিবারই রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ম্যাঞ্চেস্টার সিটি ৩-১ হারায় ওয়াটফোর্ডকে। শীর্ষে থাকার দৌড়ে দু’নম্বর লিভারপুলের সঙ্গে চার পয়েন্টের ব্যবধান গড়ে ফেলে। রবিবার বার্নলি ম্যাচ ড্র করলেও কিন্তু ‘দ্য রেডস’ বড় ধাক্কা খেত। হয়তো এটা ভেবেই আওয়েন চাপের প্রসঙ্গ তোলেন। রবিবার অ্যানফিল্ডে মহম্মদ সালাহদের খেলা দেখে যদিও তেমন কিছুই মনে হয়নি। দু’টি গোল হজম করলেও লিভারপুল জিতল ৪-২। জোড়া গোল করলেন দু’জন। রবের্তো ফির্মিনো ও সাদিয়ো মানে।
এমিরেটসে ওয়ে গুন্নার সোলসারের ম্যান ইউকে ২-০ হারিয়ে দিল । আর্সেনালের গ্রানিত শাকা ও পিয়ের এমেরিক আবুমেয়ং (পেনাল্টি) গোল করলেন। সেই সঙ্গে সোলসারের কোচিংয়ে ম্যান ইউয়ের জয়ের ধারাও ধাক্কা খেল। চার নম্বরে এখন আর্সেনালই। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। পাঁচে থাকা ম্যান ইউ ৫৮। লিগ টেবলে এক নম্বর ম্যান সিটির পয়েন্ট ৩০ ম্যাচে ৭৪। লিভারপুল সেখানে ৭৩। টেবলেই বলছে, লড়াই তীব্র হচ্ছে। উত্তেজকও। কিন্তু লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ আওয়েনের চাপের তত্ত্ব মানছেন না। ‘‘চাপ নিয়ে ভাবছি না। ভেবেই বা কী হবে? জিততে হবে। সুস্থ থাকতে হবে। এ সবই আসল। পয়েন্টের অবস্থার দিকে যত কম তাকানো যায় তত ভাল,’’ বলেছেন লিভারপুলের জার্মান ম্যানেজার। শেষ পর্যন্ত প্রায় তিন দশক পরে ক্লপ ‘দ্য রেডস’কে প্রিমিয়ার লিগ দিতে পারেন কি না সেটাই দেখার।