ভারতীয় মহিলা জিমন্যাস্ট দীপাকে বিশেষ সম্মান জানাতে তাঁর আদলে বার্বি পুতুল তৈরি করেছে বার্বি পুতুল প্রস্তুতকারক সংস্থা। পুতুলে দীপাকে লাল রঙা জিমন্যাস্ট পোশাকে দেখা যাবে৷ দীপার গলাতে থাকছে ব্রোঞ্জ পদক৷ জিমন্যাস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত ৭৭টি পদক জিতেছেন দীপা৷ ২০১৬ ব্রাজিল অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল৷ অলিম্পিকে প্রতিনিধিত্ব করার বাঙালি জিমন্যাস্ট হিসেবে দেশের চতুর্থ সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী সম্মান পেয়েছেন দীপা কর্মকার৷ পরবর্তী সময়ে লিগামেন্টের চোটের কারণে অস্ত্রোপচার করতে বাধ্য হন দীপা৷ তখন অনেক দিন মাঠের বাইরে ছিলেন তিনি। তারপর চোট সারিয়ে কামব্যাকের পরই ২০১৮ সালে বিশ্বকাপে সোনা জিতেছেন ভারতীয় মহিলা জিমন্যাস্ট দীপা কর্মকার।
তুরিনের মাটিতে অনুষ্ঠিত হওয়া ফিগ আর্টিষ্ট জিমন্যাস্ট ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ভারতের প্রথম মহিলা জিমন্যাস্ট হিসেবে সোনা জয়ের নজির লেখেন দীপা কর্মকার৷ বার্বি পুতুল প্রস্তুতকারক সংস্থার মেটেলের পক্ষ থেকে দীপার বার্বি অবতারের ছবি প্রকাশ করতেই ছোটদের মধ্য পুতুলটি সংগ্রহ করার চাহিদা তুঙ্গে৷ সংস্থার ৬০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে স্পেশ্যাল এই দীপা পুতুল তৈরি করা হয়েছে। দীপার হাতে এই পুতুল তুলে দেওয়া হয়েছে।