তৃণমূলে কোণঠাসারা নয়, বরং দলে টিকতে না পেরে গুন্ডারাই যাচ্ছে বিজেপিতে। এমনটাই মত, টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এবং সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে সে কথা জানিয়েও দিলেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বরে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায়। তারপর তৃণমূল থেকে ‘ঘাড় ধাক্কা’ খাওয়া একের পর এক ছোটবড় নেতা যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। তৃণমূলের মতে যারা ‘আগাছা’। এমনকি লোকসভা ভোটের মুখে মুকুলের হাত ধরে পদ্ম পতাকা হাতে নিয়েছেন ভারতী ঘোষ ও প্রাক্তন ছাত্র নেতা শঙ্কুদেব পান্ডাও। আর এমন দলবদলের খেলা দেখেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আর এবার প্রশ্ন তোলার পাশাপাশি এক ধাপ এগিয়ে নিজের মতো করে সেই প্রশ্নের উত্তরও দিয়ে দিলেন স্বস্তিকা।
জনৈক যুধাজিৎ দত্ত একটি টুইট করে লিখেছিলেন, ‘তৃণমূলে কোণঠাসা রাজনীতিকদের নিচ্ছে বিজেপি। বুঝতে পারছি না বাংলায় দুটি দলের মধ্যে ফারাক কী?’ এরপরই সেই টুইটটি রিটুইট করেছেন অভিনেত্রী। সেইসঙ্গে তিনি যোগ করেছেন, ‘কোণঠাসা রাজনীতিকরা নন, যাঁদের দল থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে, তাঁরাই বিজেপিতে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে গুন্ডা ও শঙ্কুদেব পান্ডার মতো লোকও। কারা এই সব সিদ্ধান্ত নিচ্ছে? এটা অত্যন্ত লজ্জার।’
বরাবরই ঠোঁটকাটা বলে পরিচিত স্বস্তিকা। দলে গুন্ডাদের ঠাঁই দেওয়ার জন্য তিনি যে পরোক্ষভাবে বিজেপিকেই কটাক্ষ করলেন, তা বুঝতে আর বাকি নেই কারও।