ফুটবল আইকন থেকে রাজনীতিবিদ হয়ে স্বপ্ন ফেরি করলেন বাইচুং ভুটিয়া। আসন্ন লোকসভায় একক লড়াইয়ের বার্তা দিয়ে সিকিমে স্বচ্ছ সরকার গড়ার ডাক দিলেন। তিনি বলেন, তাঁর হামারা সিকিম পার্টি ক্ষমতায় এলে হিমালয়ান রাজ্যে এক নতুন ও স্বচ্ছ সরকার দেবে।
বাইচুং বলেছেন বলেন, আমরা একটি নতুন হতে পারি, আমরা বিশ্বাসযোগ্য, আমাদের বিশ্বাসযোগ্যতা মানুষের প্রতি, সিকিমের জনগণের প্রতি। সিকিমের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে বলেই আমরা স্বচ্ছ সরকার দেওয়ার পক্ষপাতী।
তিনি আরও বলেন, ক্ষমতায় থাকার জন্য পবন চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট বিজেপি ও অন্যান্য দলের সঙ্গে জোট গড়তে চাইছে। আমরা বলছি, একা লড়াই করব এবং সিকিমে পরিবর্তন আনব।
বাইচুং ২৫ বছরেরও বেশি পবন চামলিং সরকারের সমালোনা করেন। সিকিমের পবন চামলিং সরকারকে দুর্নীতিগ্রস্ত সরকার বলে দাবি করে নতুন স্বচ্ছ সরকারের স্বপ্ন দেখান। বাইচুং জানিয়েছেন, তাঁর হামারা সিকিম পার্টি হল সিকিমের জনগণের বিশ্বাসযোগ্যতা। তাঁর দল সেটাই চায়, জনগণ যেটা চায়৷
হামারা সিকিম পার্টির সু্প্রিমো বাইচুং ভুটিয়া বলেন, তাঁর দল আসন্ন নির্বাচনে সিকিমের একমাত্র লোকসভা আসনে প্রার্থী দেবে। এবং সিকিম বিধানসভায় ৩২ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। এককভাবেই সিকিম বিধানসভা নির্বাচনে লড়ে পরিবর্তনের দাবি তুললেন তিনি।