বাংলায় গতবার ৫ দফায় লোকসভা ভোট হয়েছিল৷ এবার তা বেড়ে হল ৭ দফা৷ এ রাজ্যের ৪২টি আসনে মোট ৭ দফায় ভোটগ্রহণ হবে বলে ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সারা দেশের সঙ্গে বাংলাতেও লাগু হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণ বিধি।
নির্বাচন কমিশন জানিয়েছে, এ বার বাংলার সঙ্গে বিহার এবং উত্তরপ্রদেশেও সাত দফায় ভোটগ্রহণ হবে।
বাংলায় মোট ৪২টি লোকসভা আসন। এর মধ্যে প্রথম দফায় ১১ মার্চ, ২ টি আসনে ভোটগ্রহণ হবে। ১৮ মার্চ দ্বিতীয় দফায় ৩টি, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ৫টি, ২৯ এপ্রিল চতুর্থ দফায় ৮টি, ৬ মে পঞ্চম দফায় ৭টি, ১২ মে ষষ্ঠ দফায় ৮টি এবং ১৯ মে সপ্তম তথা শেষ দফায় ৯টি আসনে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বাংলায় সাত দফায় ভোট গ্রহণ করেছিল নির্বাচন কমিশন। কিন্তু লোকসভা ভোটে কখনও এতে দীর্ঘ সময় ধরে ভোট গ্রহণ হয়নি বাংলায়। পাঁচ বছর আগে ২০১৪ সালের লোকসভা ভোটে বাংলায় পাঁচ দফায় ভোট নেওয়া হয়েছিল। ২০০৯ সালে ভোট গ্রহণ হয়েছিল তিন দফায়। এবার ২০১৯ সালে বাংলার ৪২ আসনে লোকসভা ভোট হতে চলেছে ৭ দফায়।
