পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কয়েক হাজার কোটি টাকা তছরুপ করে বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ তো ছিলই, তার ওপরে যোগ হল নকল হীরে তৈরির অভিযোগ৷ পলাতক ব্যবসায়ী মেহুল চোকসির নামে এরকমই মারাত্মক অভিযোগ আনল পুলিশ৷
নিজেদের সংস্থার ব্র্যান্ড নেমকে কাজে লাগিয়ে এই জালিয়াতি সহজে করা হতো বলে জানানো হয়েছে। গতবছরেই গীতাঞ্জলি জেমস সংস্থায় কাজ করা প্রাক্তন এমডি সন্তোষ শ্রীবাস্তব জানিয়েছেন, যে হিরে গ্রেড এ বলে বিক্রি করা হতো, তা আসলে গ্রেড সি-র হিরে। তবে শংসাপত্র জালিয়াতি করে, ব্র্যান্ড নেম দেখিয়ে জালিয়াতি করা হতো।
প্রায় ১৪ হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জালিয়াতিতে মেহুল চোকসি বাদে তার ভাগ্নে নীরব মোদী ও পরিবারের অনেকের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া পিএনবি-র শীর্ষ আধিকারিকরাও এতে জড়িত বলে অভিযোগ রয়েছে। মামা-ভাগ্নে মেহুল ও নীরব দুজনই দেশ থেকে পালিয়ে বিদেশের মাটিতে লুকিয়ে রয়েছেন৷
যদিও গতকালই নীরব মোদীকে লন্ডনের রাস্তায় ৮ লক্ষ টাকার জ্যাকেট গায়ে ঘুরতে দেখা গেছে৷ তাদের পালিয়ে যাওয়ার পিছনে যে মোদী সরকারের যথেষ্ট হাত আছে তা বারবার বলেছেন বিরোধীরা৷ কালকের ভিডিওতে নীরবকে দেখতে পাওয়ার পরে কংগ্রেস মোদীকে কটাক্ষ করে বলে, জালিয়াত পুনর্বাসন যোজনা চালাচ্ছেন প্রধানমন্ত্রী৷