গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গী হামলা এবং বালাকোটের ঘটনার পরে জাতীয়তাবাদকে তুঙ্গে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাকে পুঁজি করেই ভোটের আগে নানা রাজনৈতিক কর্মসূচী নিচ্ছে বিজেপি। কিন্তু তা নিয়ে বা ভারতীয় বায়ুসেনার অভিযান নিয়ে বিরোধীরা সামান্য প্রশ্ন তুললেই মোদী তাঁদের গায়ে এঁটে দিচ্ছেন ‘পাকিস্তানের পোস্টার বয়’ তকমা। প্রশ্ন উঠছে। এবার মাসুদ আজহারকে নিয়ে সেই মোদীকেই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
শনিবার রাহুল বলেন, ‘সাহস থাকলে দেশবাসীর সামনে মুখ খুলুন মোদী। ভারতের হাতে থাকা মাসুদ আজহারকে বিজেপি সরকারই যে ছেড়ে দিয়েছিল, সে কথা সকলের সামনে বলে দেখান।’ গতকাল কর্ণাটকের হাভেরিতে একটি জনসভা কংগ্রেস সভাপতির। সেখানেই জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের প্রসঙ্গ তুলে রাহুল বলেন, ‘মোদীজি শুধু আমাকে একটা কথা বুঝিয়ে বলুন। ভারতের জেল থেকে মাসুদ আজহারকে পাকিস্তানে পাঠিয়েছিল কারা?’
গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয়ে হামলা চালায় জইশ। তাতে প্রাণ হারান ৪৪ জওয়ান। এর পর থেকে উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। কাশ্মীর নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করছেন। অন্যদিকে, বিরোধীদের পাকদরদী বলে পাল্টা আক্রমণ করেছে সরকার। এবার এই প্রেক্ষিতেই সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন রাহুল। তাঁর কথায়, ‘মোদীজির জন্য ছোট্ট প্রশ্ন। কাশ্মীরে সিআরপি জওয়ানদের হত্যার জন্য কে দায়ী? জইশ-ই-মহম্মদ নেতার নাম কী? মাসুদ আজহার। ১৯৯৯ সালে তৎকালীন বিজেপি সরকার যাকে ভারতের জেল থেকে বার করে আফগানিস্তানের কন্দহর হয়ে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিল।’
প্রধানমন্ত্রীর দিকে তিনি এ প্রশ্নও ছুঁড়ে দেন যে, ‘আপনি মাসুদকে নিয়ে কথা বলছেন না কেন? মানুষকে কেন জানতে দিচ্ছেন না যে, পুলওয়ামায় জওয়ানদের হত্যাকারী ওই ব্যক্তিকে বিজেপি সরকারই পাকিস্তানের হাতে ছেড়ে দিয়েছিল? মোদীজি, আমরা আপনার মতো নই। সন্ত্রাসের সামনে মাথা নত করার অভ্যাস নেই আমাদের। তাই মাসুদকে কারা ছেড়ে দিয়েছিল, সাধারণ মানুষের সামনে তা বলে দেখান।’ রাহুলের পাশাপাশি দেশের সকল বিরোধীদেরই অভিযোগ, জঙ্গী হামলা নিয়ে বিরোধীদের তুলোধনা করলেও, মাসুদ আজহারকে নিয়ে এখনও পর্যন্ত একটা কথাও বলেননি মোদী।