৭ দফায় হবে সপ্তদশ লোকসভা নির্বাচন। প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব শুরু হবে ১১ এপ্রিল। ফল ঘোষণা হবে ২৩ মে। আজ রবিবার দিল্লীর বিজ্ঞানভবনের সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা।
প্রথম দফায় ১৯টি রাজ্যের ২০টি আসনে ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ১৮ এপ্রিল। ওই দিন ১৩টি রাজ্যের ৯৭টি আসনে ভোটগ্রহণ হবে। তৃতীয় দফার ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল। কমিশন জানিয়েছে, তৃতীয় দফায় ১৪টি রাজ্যের ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। চতুর্থদফার ভোট হবে ২৯ এপ্রিল। সুনীল অরোরা জানিয়েছেন, ২৯ তারিখ ভোট হবে ৯টি রাজ্যের ৭১টি আসনে। পঞ্চম দফার ভোট গ্রহণ হবে ৬ মে। ওই দিন ভোটগ্রহণ হবে ৭টি রাজ্যের ৫১টি আসনে। ষষ্ঠ দফার ভোটগ্রহণের দিন ১২ মে। ওই দিন ভোট গ্রহণ হবে ৭টি রাজ্যের ৫৯টি আসনে। শেষ দফা অর্থাৎ সপ্তম দফার ভোট হবে ১৯ মে। ওই দিন ৮টি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ হবে।
এই লোকসভা ভোটের জন্য প্রতিটি বুথে ভিভি প্যাটের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে কমিশন। সুনীল অরোরা এ দিন সাংবাদিক বৈঠকে বলেন, এ বারই প্রথম ইভিএম-এ প্রতিটি প্রার্থীর নামের পাশে তাঁদের ছবি থাকবে। গোটা দেশে প্রায় ১০ লক্ষ পোলিং বুথে ভোট গ্রহণ পর্ব চলবে। গতবার ছিল প্রায় ৯ লক্ষ।
সারা দেশের ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের মোট ভোটার ৯০ কোটি। তার মধ্যে দেড় কোটি নতুন ভোটার। নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়েছেন, গোটা দেশেই কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ করতে বদ্ধপরিকর কমিশন। আবহাওয়া এবং ধর্মীয় উৎসবের কথা মাথায় রেখেই নির্বাচনের নির্ঘণ্ট প্রস্তুত করা হয়েছে। এজন্য প্রতিটা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা হয়েছে। সব রাজ্যের নির্বাচনী আধিকারিক, স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব ও ডিজি-দের সঙ্গেও বৈঠক করা হয়েছে। তারপর ঠিক করা হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ।
একনজরে লোকসভা ভোটের সূচি –
প্রথম দফা ১১ এপ্রিল
অন্ধ্রপ্রদেশ ২৫টি আসন, অরুণাচলের ২টি আসন, অসমের ৫, বিহারের ৪, ছত্তিশগড়ের ১, জম্মু কাশ্মীরের ১ , মণিপুর ১, মেঘালয়ের ২, মিজোরামের ১ নাগাল্যান্ডের ১, ওড়িশা ৪, সিকিম ১, তেলেঙ্গানার ১৭, ত্রিপুরা ১, উত্তরপ্রদেশের ৮, উত্তরাখণ্ডের ৫, পশ্চিমবঙ্গের ২, আন্দামান নিকোবর ১, লাক্ষাদ্বীপের ১ আসন-সহ মোট ৯১টি আসনে ভোট।
দ্বিতীয় দফা ১৮ এপ্রিল
অসম ৫, বিহার ৫, ছত্তিশগড় ৩, জম্মু কাশ্মীর ২, কর্ণাটক ১৪, মণিপুর ১, ওড়িশা ৫, তামিলনাড়ু ২৯, ত্রিপূরা ১, উত্তরপ্রদেশের ৮, পশ্চিমবঙ্গ ৩, পুদুচেরি ১ সহ-মোট ৯৭ আসনে ভোট।
তৃতীয় দফা ২৩ এপ্রিল
অসম ৪, বিহার ৫, ছত্তিশগড় ৭, গুজরাট ২৬, গোয়া ২, জম্মু কাশ্মীর ১, কর্ণাটকের ১৪, কেরল ১৪, মহারাষ্ট্র ১৪, ওড়িশা ৬, উত্তরপ্রদেশ ১০, পশ্চিমবঙ্গ ১০, দাদরা নগর হাবেলির ১, দমন এবং দিউ ১টি আসন মিলিয়ে ১১৫ আসনে ভোট।
চতুর্থ দফা ২৯ এপ্রিল
বিহার ৫, জম্মু কাশ্মীর ১, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৬, মহারাষ্ট্র ১৭, ওড়িশা ৬, রাজস্থান ১৩, উত্তরপ্রদেশ ১৩, পশ্চিমবঙ্গ ৮ সহ মোট ৯ রাজ্যে ৭১ আসনে ভোট।
পঞ্চম দফা ৬ মে
বিহার ৫, জম্মু কাশ্মীর ২, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৭, রাজস্থান ১২, উত্তরপ্রদেশ ১৪, পশ্চিমবঙ্গের ৭ আসন-সহ মোট ৫১।
ষষ্ঠ দফা ১২ মে
বিহার ৮, হরিয়ানা ১০, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৮, উত্তরপ্রদেশ ১৮, পশ্চিমবঙ্গের ৮টি, দিল্লির ৭টি আসন-সহ মোট ৫৯ আসনে ভোট।
সপ্তম দফা ১৯ মে
বিহার ৮, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৮, পাঞ্জাব ১৩, চণ্ডীগড়ে ১, পশ্চিমবঙ্গ ৯, হিমাচল ৪টি আসনে ভোট হবে।
ফলপ্রকাশ ২৩ মে