পিএনবি থেকে কয়েক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করে ভারত ছাড়ার পর লন্ডনেই আশ্রয় নিয়েছেন পলাতক ব্যবসায়ী নীরব মোদী। এবং সেখানে প্রায় রাজার হালেই রয়েছেন তিনি। শনিবার নীরব সহাস্য বদনে ইউকে ডেইলি টেলিগ্রাফের ক্যামেরার সামনে আবির্ভূত হওয়ার পর এ খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেস সভাপতি জানিয়ে দিলেন, ইউপিএ সরকার যদি নীরব মোদিকে ধরতে পারে তাহলে এই ব্যবসায়ীর সমস্ত টাকা জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। শামশাবাদের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, ‘নরেন্দ্র মোদী নীরব মোদীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন। কিন্তু আমরা ওই সব টাকাই গরীবদের কাছে ফিরিয়ে দেব। যদি আমরা নীরব মোদীকে ধরতে পারি।’
রাহুল এ-ও বলেন যে, ‘কংগ্রেসের সরকার যে ন্যূনতম আয়ের বিষয় ঠিক করবে, যাঁরা তারও নীচে থাকবেন তাঁরা ন্যূনতম আয়ের অর্থ পাবেন। কংগ্রেস সরকার সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। প্রধানমন্ত্রী দুটি ভারত তৈরি করছেন। একটি গরীবদের জন্য এবং অন্যটি শুধুই ধনীদের জন্য। একটিতে অনিল আম্বানির মতো ধনী ব্যক্তিরা থাকেন যারা ব্যক্তিগত বিমানগুলিতে ভ্রমণ করেন এবং যা পছন্দ, যা ইচ্ছা তাই করেন, তাই পান। দ্বিতীয় ভারতে থাকেন কৃষকরা, যাঁদের ঋণ পাওয়ার জন্য ভিক্ষা করতে হয়।’
প্রসঙ্গত, গতকালই জানা যায়, লন্ডনে বহাল তবিয়তেই রয়েছেন পিএনবি দুর্নীতির প্রধান অভিযুক্ত নীরব। সেখানে অভিজাত অক্সফোর্ড স্ট্রিটে ৭২ কোটি টাকার বেশি দামের তিন বেডরুমের ফ্ল্যাটেই এখন থাকছেন তিনি। ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, সোহোতে নতুন করে হীরের ব্যবসাও শুরু করেছেন তিনি।