তিনি ফুটবলের রাজপুত্র। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি। তাঁর ‘হ্যান্ড অফ গড’কে শতাব্দীর অন্যতম সেরা গোল মনে করা হয়। তবে ব্যক্তিজীবনও কম রঙিন নয় কিংবদন্তী ফুটবলার দিয়াগো মারাদোনার। এই মুহূর্তে তাঁর স্বীকৃত সন্তান রয়েছে পাঁচজন। এবার আরও তিন সন্তানকে পিতৃত্বের স্বীকৃতি দিতে চলেছেন তিনি। ফলে তাঁর সন্তানের সংখ্যা গিয়ে দাঁড়াল ৮।
প্রসঙ্গত, ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত কিউবায় কাটিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। মাদকাসক্তি থেকে মুক্তি পেতে সেখানে চিকিৎসা করান মারাদোনা। সেই সময় সেখানে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিউবায় মারাদোনার প্রাক্তন বান্ধবীরা তাঁদের সন্তানকে পিতৃ পরিচয় দিতে বদ্ধপরিকর ছিলেন। তাঁরাই মারাদোনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। তিন সন্তানের পিতৃত্ব প্রমাণের পরীক্ষা দিতে কিউবায় রাজধানী হাভানায় যেতে হবে মারাদোনাকে।
এরই মধ্যে মারাদোনার মেজো মেয়ে জিয়ান্নিনা বাবাকে কটাক্ষ করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ফুটবল একাদশ গড়ে তুলতে আর মাত্র তিন জন প্রয়োজন। বাবা, তুমি পারবে। দিলমা ও জিয়ান্নিনা তাঁর প্রাক্তন স্ত্রী ক্লাউদিয়া ভিল্লাফানের দুই মেয়ে। এঁরা ছাড়া তাঁর আর কোনও সন্তান নেই বলে দাবি করেছিলেন মারাদোনা। ২০০৩ সালে মারাদোনার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়। উল্লেখ্য, এর আগেও দুজন মহিলা মারাদোনার কাছ থেকে নিজেদের সন্তানের পিতৃপরিচয় আদায় করেছেন।