কনুইয়ের চোট সারিয়ে ফিরে শনিবার বিধ্বংসী সেঞ্চুরি করলেন বাঁ হাতি অজি ব্যাটসম্যান। সিডনির ক্লাব র্যান্ডউইক পিটারসহ্যামের হয়ে পেনরিথের বিরুদ্ধে মাত্র ৭৭ বলে ১১০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। সাতটি ছক্কা ও চারটি চারে সাজানো ছিল ওয়ার্নারের ইনিংস।
বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলার সময়েই কনুইয়ে চোট পান ওয়ার্নার। অস্ত্রোপচার করতে হয়ে তাঁকে। তার পরে মাঠে ফিরেই মারকাটারি ইনিংস খেললেন। মার্চের শেষ দিকে সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আসন্ন পাকিস্তান সিরিজের জন্য বিবেচনা করা হয়নি ওয়ার্নারকে।
২২ মার্চ শারজায় হবে প্রথম ম্যাচ। সিরিজের শেষ দু’টি ওয়ানডে হবে ২৯ ও ৩১ মার্চ। বিশেষজ্ঞরা বলছেন, শেষ দু’টি ম্যাচের জন্য স্মিথ-ওয়ার্নারকে দলে রাখা যেত। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দু’ তারকাকে দলে নেওয়া প্রয়োজনও ছিল। তাঁকে দলে না নেওয়ার জবাব সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন ওয়ার্নার।