শনিবার রাতে দিল্লীর ইন্দ্রপুরী এলাকার একটি জিমে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল ছয় বছরের বালকের। জিমে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে হামলাকারীরা আর সেই ঘটনা পাশের ফ্ল্যাটের ভিতরে দাঁড়িয়ে দেখার সময় আচমকা গুলি ছুটে এসে বিদ্ধ করে বালককে। তাতেই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বালকের।
এই ঘটনায় জিম মালিকের ভাইও গুলিবিদ্ধ হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বছর ছয়ের বালক জিমের পাশের ফ্ল্যাটে থাকত। এই ফ্ল্যাটটিও জিম মালিকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে বালকের পরিবারে। জিমের বাইরে চলছে পুলিশি টহল। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। জিম মালিকের সঙ্গে শত্রুতার জেরেই এই ঘটনা ঘটল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমেছে।