রাজনৈতিক স্বার্থেই সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করেছে বিজেপি সরকার। এমনটাই মনে করেন বিখ্যাত দক্ষিনী অভিনেতা ও জন সেনা প্রধান পবন কল্যাণ। তাঁর প্রশ্ন, এতই যদি দেশাত্মবোধ, তাহলে নেতারা কেন নিজেদের বৈঠকের আগে জাতীয় সঙ্গীত বাজান না?
অন্ধ্র প্রদেশের কর্নুলে একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন পবন কল্যাণ। সেখানেই এই মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, বিজেপি সরকার আসার পর ২০১৬ সালে শীর্ষ আদালত নির্দেশিকা জারি করেছিল দেশের প্রত্যেকটি সিনেমা হলে পদর্শনের আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতা মূলক করতে হবে। এবং জাতীয় সঙ্গীত চলাকালীন দর্শকদের উঠে দাঁড়াতে হবে। এই নিয়ে অনেক জলঘোলা হয়েছিল সে সময়। সেই সিদ্ধান্তেরই ঘোর বিরোধী দক্ষিণের অভিনেতা পবন কল্যাণ।
এই প্রসঙ্গে পবন কল্যাণ বলেন, ‘ পরিবার বন্ধু–বান্ধবদের নিয়ে সিনেমা হলে বিনোদনের জন্য অবসর কাটাতে যায় মানুষ। সিনেমা হল দেশভক্তি দেখানোর জায়গা নয়। রাজনৈতিক স্বার্থে এই নির্দেশ জারি করা হয়েছে। এতই যদি দেশাত্মবোধ থাকে তাহলে নেতারা কেন নিজেদের বৈঠকের আগে জাতীয় সঙ্গীত বাজান না? এমনটা করলে তাঁরা দেশে নজির তৈরি করতে পারবেন।’ উল্লেখ্য ২০১৬ সালে এই নির্দেশিকা জারি হওয়ার পর জনসেনা প্রধান এবং অভিনেতা পবন কল্যাণের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছিল।
