একেই বলে ফুটবল৷ যখন যা খুশি তাই হতে পারে৷ যেমন ঘটল গতকাল চেন্নাই-মিনার্ভা ম্যাচে৷ দ্বিতীয়ার্ধে বদলে গেল পুরো ছবিটাই। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে পেড্রো মানজি ও গৌরব বোহরার গোলে এগিয়ে গেল চেন্নাই সিটি এফসি। আর তারপরে নজির গড়ল চেন্নাই৷ এবারের আইলীগ সগর্বে জিতল তারা৷
মিনার্ভার বিরুদ্ধে খেলার শুরুতেই গোল খেয়ে বসে চেন্নাই। ডিফেন্সের ভুলে ফাঁকা হেড পান মিনার্ভার রোল্যান্ড। বল জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি তিনি। তারপর চেন্নাই খেলায় ফেরার চেষ্টা করলেও মিনার্ভার ডিফেন্স ছিল অটুট। এই ম্যাচের আগেই শোনা গিয়েছিল, চেন্নাইকে নাকি ম্যাচ ছেড়ে দিতে চলেছে মিনার্ভা। কিন্তু ম্যাচের মধ্যে সেরকম কোনও ছবি দেখা যায়নি। নিজেদের পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলেই প্রথমার্ধে চেন্নাইয়ের স্প্যানিশ আর্মাডাকে আটকে রেখেছে মিনার্ভা।
১৯টি করে ম্যাচ খেলে চেন্নাই ও ইস্টবেঙ্গলের পয়েন্ট ছিল যথাক্রমে ৪০ ও ৩৯। ইস্টবেঙ্গল জিতলে আর চেন্নাই পয়েন্ট নষ্ট করলে লিগের রং হত লাল-হলুদ। তাই চেন্নাইয়ের কথা ভুলে গোকুলামকে যে কোনওভাবে হারানোই লক্ষ্য ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু শনিবার ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে গোকুলামকে এগিয়ে দেন জোসেফ। তখন সিঁদুরে মেঘ দেখতে শুরু করেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু আক্রমণে ঝাঁঝ এনে ম্যাচে ফিরে আসে ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান কোলাডো। তারপর দানমাওইয়া গোল করে ব্যবধান বাড়ান। কিন্তু তখনও লাল-হলুদ শিবিরের মন পড়ে চেন্নাইয়ে। সেখানে প্রথম পিছিয়ে পড়েও বিরতির পর ম্যাচে ফেরে চেন্নাই সিটি। পেনাল্টি থেকে গোল করেন মানজি। তারপর বোরা লাল-হলুদ সমর্থকদের সব আশায় জল ঢেলে দেন। দুটি দুর্দান্ত গোল করেন চেন্নাই সিটির ফুটবলার। আর তাতেই স্বপ্নভঙ্গ হয় ইস্টবেঙ্গলের। প্রথমবারের জন্য আই লিগ জিতে ইতিহাস গড়েন মানজি-স্যান্ড্রোরা।