রাজ্য সরকারের উদ্যোগে বনদফতরের মহিলা কর্মীদের সুবিধার্থে তাঁদের স্কুটি দেওয়া হবে। সেই কারণেই শুক্রবার বনদফতরের কাছে ৪৮টি স্কুটি এসেছে। এই মুহুর্তে রাজ্যে নানা প্রান্তের অফিসে প্রায় ১৫০ জন মহিলা বনকর্মী রয়েছেন। ফিল্ডে গিয়ে কাজ তাঁদের করতেই হয়। সেই কাজে আরো সুবিধা যাতে হয় তার জন্য মহিলা বনকর্মীদের হাতে স্কুটি তুলে দিল রাজ্য সরকার।
শুক্রবার ছিল বিশ্ব নারী দিবস। সেই দিনের উপহার হিসেবেই মহিলা কর্মীদের এই স্কুটি দেওয়ার কথা ছিল কিন্তু স্কুটি ডেলিভারি দেরিতে হওয়ায় তা সম্ভব হলনা। তবে কাল বনদফতরের হেড অফিসে সমস্ত স্কুটি চলে এসেছে। রাত থেকেই সেগুলোকে বিভিন্ন জেলায় পাঠানো শুরু হয়ে গেছে। আপাতত ৪৮ টা স্কুটি দেওয়া হচ্ছে তবে আগামী আর্থিক বর্ষে বাকি মহিলাদেরও স্কুটি দেওয়া হবে জানিয়েছে বনদফতর।
প্রধান মুখ্য বনপাল জানান, “সব রেঞ্জ বা বিট অফিস খুব বড় হয় না। সব জায়গায় গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ নেই। মহিলা কর্মীদের বাইকে যাতায়াতে কিছুটা অসুবিধা হয়”। এসব ব্যাপার মাথায় রেখে ও মহিলা বনকর্মীদের সুবিধার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়।