কিছুদিন আগেই ডিসলেক্সিয়ার সমস্যায় আক্রান্ত বিশেষ শিশুদের নিয়ে অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷কংগ্রেসের রাহুল এবং সোনিয়া গান্ধীকে বিঁধতে গিয়ে ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই অসংবেদনশীল আচরণের ভিডিও ফুটেজ প্রকাশিত হতেই নিন্দায় সরব হন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়া গর্জে উঠেছিল মোদীর ক্ষমা চাওয়ার দাবিতে৷ এ বার মোদীর বিরুদ্ধে এ নিয়ে পুলিশেও অভিযোগ দায়ের হল। এবং তা হল খাস কলকাতায়। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী নামে একটি সংগঠনের তরফে মোদীর বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা হয় পূর্ব যাদবপুর থানায়।
ওই সংগঠনের সাধারণ সম্পাদক তথা ন্যাশনাল প্ল্যাটফর্মস ফর দ্য রাইটস অফ দ্য ডিসএবলডের সভাপতি এক প্রেস বিবৃতিতে শুক্রবার জানান, ২০১৬-র প্রতিবন্ধী অধিকার আইনের ৯২-এ ধারায় তাঁরা মামলা রুজু করেছেন প্রধামন্ত্রী মোদীর বিরুদ্ধে। উল্লেখ্য, এই ধারা প্রমাণিত হলে ছ’মাস থেকে পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে আইনে। অভিযোগকারীদের বক্তব্য, এই অসুখ নিয়ে সচেতনতা প্রসারের ছন্দ নষ্ট করেছেন মোদী। তাকে ছন্দে ফেরানোর উদ্দেশ্য নিয়েই তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করলেন স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।
এর আগেও বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ের একটি সভায় এক ব্যক্তিকে মেরে হাতে ক্রাচ ধরিয়ে দেওয়ার হুমকি নিয়ে বিতর্কেও কমিশন কিছু করেনি। গত লোকসভা ভোটের প্রচারেও মোদী দৃষ্টিহীন, বধির ও পঙ্গুদের প্রতি অপভাষা ব্যবহার করেছিলেন। বারবার মানুষের সম্পর্কে এহেন কুরুচিকর মন্তব্য করেও পার পেয়ে যাচ্ছেন বিজেপির নেতা মন্ত্রীরা। কিন্তু এবারে যেভাবে ডিসলেক্সিক মানুষদের সম্পর্কে ঠাট্টা করেছেন তা সত্যিই নিন্দনীয়। সমাজকর্মী রত্নাবলী রায়ও প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় গণস্বাক্ষর-অভিযানের ডাক দিয়েছেন।