কয়েক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করে ভারত ছাড়ার পর লন্ডনেই আশ্রয় নিয়েছেন পলাতক ব্যবসায়ী নীরব মোদী। এবং সেখানে প্রায় রাজার হালেই রয়েছেন তিনি। শনিবার নীরব সহাস্য বদনে ইউকে ডেইলি টেলিগ্রাফের ক্যামেরার সামনে আবির্ভূত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার টুইট-খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বললেন, দুই মোদীর মধ্যে অদ্ভুত সাদৃশ্য। দুই মোদীই দেশকে লুঠ করছেন। এক মোদী ব্যাঙ্কের টাকা লুঠ করে দেশ ছেড়ে পালিয়েছেন। আর আর এক মোদী দেশে থেকেই দেশ লুঠ করছেন।
এদিন নীরব মোদীকে দেখা যায় লন্ডনের রাস্তায়। প্রসঙ্গত, ১৩ হাজার ৬০০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে নীরবের বিরুদ্ধে। গোয়েন্দাদের টনক নড়ার আগেই দেশ ছেড়ে পালান তিনি। ইন্টারপোলের রেড কর্ণার নোটিশও জারি হয়েছে তাঁর নামে। তবে লন্ডনে বেশ নিশ্চিন্তেই রয়েছেন মোদী। সেখানে অক্সফোর্ড স্ট্রিটে ৭২ কোটি টাকার বেশি দামের তিন বেডরুমের ফ্ল্যাটেই এখন থাকছেন মোদী। সোহোতে নতুন করে হীরের ব্যবসাও শুরু করেছেন।
আজ ডেইলি টেলিগ্রাফের পক্ষ থেকে নীরব মোদীর একটি সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও প্রকাশ করা হয়েছে। যদিও সেই সাক্ষাৎকারে সাংবাদিকের করা কোনও প্রশ্নেরই উত্তর দেননি নীরব মোদী। যাই প্রশ্ন করা হয়, তার একটাই উত্তর- নো কমেন্টস।
সংবাদিকের সঙ্গে তাঁর কথোপকথনের ওই ভিডিওটি টুইট করে রাহুল লেখেন, দুই মোদীর মধ্যে আরও অদ্ভুত মিল হল, তাঁরা উভয়েই আইনের ঊর্ধ্বে। প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর ভাই নীরব মোদী উভয়েই কোনও প্রশ্নের উত্তর দেন না।
তবে এরপরই রাহুলের তোপ, তাঁরা যতই নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করুন না কেন, তাঁদের বিচার হবেই। উভয়কেই বিচারের মুখোমুখি হতে হবে। উল্লেখ্য, দিন কয়েক আগেই নীরব মোদীকে মোদীর ভাই বলে সম্বোধন করে রাহুল গান্ধী বলেছিলে, সব চোরেদের নামের শেষেই মোদী থাকে কেন! এদিন সেই একই সুরে কংগ্রেস সভাপতি বলেন, দুই মোদীই দেশ লুঠছেন। দুই ভাইয়ের এই অসাধারণ মিল দেখে ‘অভিভূত’ হতে হয়।
অন্যদিকে, নীরবের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আজ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালাও টুইটারে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেন। টুইটে তিনি একটি কাল্পনিক সিনেমার ট্রেলর তুলে ধরেন। লেখেন, “বিলেত পালানো ‘ব্যাঙ্ক ফ্রডস্টারস সেটেলমেন্ট স্কিম’-এর ‘পোস্টার বয়’-এর জীবনের একদিন। পরিচালক ও প্রযোজক- নরেন্দ্র মোদী। সম্পাদক – অরুণ জেটলি। চিত্রনাট্যকার – ইডি এবং সিবিআই। প্রযোজনার খরচ – ২৩০০০ কোটি। টাকা যোগাবে – ভারতীয় ব্যাঙ্ক।” সবশেষে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।’