কয়েক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করে ভারত ছাড়ার পর লন্ডনেই আশ্রয় নিয়েছেন পলাতক ব্যবসায়ী নীরব মোদী। তিনি এখন পশ্চিম লন্ডনে থাকছেন বলেই খবর। শনিবার লন্ডনের ইউকে ডেইলি টেলিগ্রাফের ভিডিওতে নীরব মোদীকে দেখা গেছে। পিএনবি জালিয়াতি কান্ডের পর আজই প্রথম নীরব মোদীর ভিডিও সামনে এসেছে। জানা গেছে, নিজের ইচ্ছে মতো যা খুশি করছেন মোদী। নিশ্চিন্ত জীবনযাপন করছেন। লন্ডনে নতুন কোম্পানি খুলে চুটিয়ে হীরের ব্যবসাও করছেন।
প্রসঙ্গত, ১৩ হাজার ৬০০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে নীরবের বিরুদ্ধে। গোয়েন্দাদের টনক নড়ার আগেই দেশ ছেড়ে পালান তিনি। ইন্টারপোলের রেড কর্ণার নোটিশও জারি হয়েছে তাঁর নামে। তবে লন্ডনে বেশ নিশ্চিন্তেই রয়েছেন মোদী। সেখানে অক্সফোর্ড স্ট্রিটে ৭২ কোটি টাকার বেশি দামের তিন বেডরুমের ফ্ল্যাটেই এখন থাকছেন মোদী। সোহোতে নতুন করে হীরের ব্যবসাও শুরু করেছেন। এই ব্যবসা মোদী ২০১৮ সালের মে মাসে শুরু করেছেন বলে খবর।
ডেইলি টেলিগ্রাফের পক্ষ থেকে নীরব মোদীর একটি সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে ৪৮ বছরের ব্যবসায়ীকে দেখা যাচ্ছে। মোদীকে যখন ক্যামেরাবন্দি করা হয়, তখন তাঁর পরনে ছিল গোলাপি শার্ট। তার ওপর চাপানো কালো অস্ট্রিচ হাইড জ্যাকেট। এ হেন জ্যাকেটের দাম ভারতীয় টাকায় ৯ লক্ষের কাছাকাছি। যার অর্থ লন্ডনে বিলাসবহুল জীবনযাপনেই মোদী এখনও অভ্যস্ত হয়ে রয়েছেন। ভারত থেকে টাকা লুঠ করে বিদেশে বহাল তবিয়তে ব্যবসা করে খাচ্ছেন।
পরিষ্কার করে কাটা দাড়ি-গোঁফ আর ঝকঝকে ত্বকের যে নীরব মোদীকে দেখতে আমরা অভ্যস্ত, তার থেকে কিছুটা আলাদা এই ছবি। মুখে এখন কাঁচাপাকা গোঁফ-দাড়ি। ফ্যাশনেও বেশ বদল ঘটেছে। ফর্মাল পোশাকের জায়গায় গায়ে এখন ফ্যাশনেবল জ্যাকেট। খোলামেলা এবং নিশ্চিন্তে লন্ডনের রাস্তায় হেঁটে বেড়ানো এই নীরবকে দেখে কে বলবে ইনি ভারতে ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী! তাঁর ভিডিওর পাশাপাশি ছোটখাটো একটা সাক্ষাৎকার নিয়েছেন ইউকে ডেইলি টেলিগ্রাফের সাংবাদিকরা। তবে ভিডিওয় সাংবাদিককে অনেকগুলো প্রশ্ন করতেও দেখা গেলেও উত্তরে শুধু ‘নো কমেন্টস’ ছাড়া আর কিছুই বলেননি মোদী।
ডেইলি টেলিগ্রাফ লিখেছে যে, নীরব মোদী বিষ্ময়করভাবে অচেনা মনোভাব গ্রহণ করেছেন। নিজের অ্যাপার্টমেন্ট এবং ব্যবস্যাস্থলের মধ্যে ছোট কুকুরকে নিয়ে হাঁটতেও দেখা গিয়েছে তাঁকে। সেখানকার ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের তরফ থেকে তাকে ন্যাশনাল ইনসিওরেন্সের একটি নম্বরও দেওয়া হয়েছে, অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনার জন্য। যদিও ব্রিটিশ সরকারের এই কাজ সম্পর্কে পরিষ্কার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
টেলিগ্রাফের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নীরবের লন্ডনবাসের খবর সামনে আসতেই ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস। বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছে রাহুল গান্ধীর দল। বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালা একটি টুইট করে ব্যঙ্গও করেছেন।
তিনি একটি কাল্পনিক সিনেমার টাইটেল কার্ড তুলে ধরে লেখেন, “বিলেত পালানো ‘ব্যাঙ্ক ফ্রডস্টারস সেটেলমেন্ট স্কিম’-এর ‘পোস্টার বয়’-এর জীবনের একদিন। পরিচালক ও প্রযোজক- নরেন্দ্র মোদী। সম্পাদক – অরুণ জেটলি। চিত্রনাট্যকার – ইডি এবং সিবিআই। প্রযোজনার খরচ – ২৩০০০ কোটি। টাকা যোগাবে – ভারতীয় ব্যাঙ্ক।” সবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি এ-ও লেখেন, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।’