আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে লোকসভা ভোট। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বাংলাতে ৪২-এ ৪২ করার। তাই ভোট প্রস্তুতি নিয়ে এতটুকুও ফাঁক রাখতে চান না দলীয় নেতা-কর্মীরা। বিভিন্ন আকর্ষণীয় পন্থায় প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। এইবারের ভোটে নদিয়াতে ভোট প্রচারের ম্যাসকট হবে গোপাল ভাঁড়।
কৃষ্ণনগরে নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে জেলা নির্বাচন দফতরের এক কর্মশালায় একথা জানানো হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, তিন অতিরিক্ত জেলাশাসক দেবপ্রিয় বিশ্বাস, নারায়ণচন্দ্র বিশ্বাস, তেনজি ছোডেন বর্মা নি ভুটিয়া, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দীপান্বিতা মণ্ডল–সহ অন্যরা। লোকসভা নির্বাচনে ভোটদানে মানুষকে উৎসাহিত করতে প্রচারে গোপাল ভাঁড়ের ছবি কাজে লাগানো হবে। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ গোপাল ভাঁড়ের অস্তিত্ব নিয়ে বিতর্ক থাকলেও তাঁর কাজকর্ম সম্পর্কিত নানা হাস্যরসাত্মক গল্প মানুষের কাছে জনপ্রিয়। এমনকী তাঁর চেহারাও মানুষের মনে হাসির উদ্রেক করে। তাই ভোটদান সম্পর্কে ভোটদাতাদের সচেতন করতে গোপাল ভাঁড়ের ছবি কাজে লাগলে ভাল ফল পাওয়া যাবে বলে সবাই মনে করছেন। এছাড়াও একটা থিম–সং তৈরি করে প্রচারের সময় বাজানো হবে।